রাশিফল
কন্যার দিন শুভ, সতর্ক হোন ধনু
আজ যদি জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও শুক্র। আপনার শুভসংখ্যা ৬ ও ৮। শুভ বার শুক্র ও শনি। শুভ রত্ন হীরা ও নীলা। প্রকৃতিগতভাবে আপনি বহির্মুখী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। নিজেকে সহজে প্রকাশ করতে পারেন। সহজে অন্যের সঙ্গে মিশতে পারেন। আপনি জনজীবন ভালোবাসেন। সবার আকর্ষণের কেন্দ্র হিসেবে থাকার মধ্যেই আপনার আনন্দ। আপনার যেমন যোগ্যতা আছে, তেমনি জানেন যোগ্যতাকে কাজে লাগাতে। আপনি নিয়মানুবর্তী। আপনার আত্ম নিয়ন্ত্রণের ক্ষমতা অদ্ভুত। দৈর্যের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুসারে আপনি লক্ষ্যপানে এগিয়ে যেতে পারেন। ছোট কিছু করার মধ্যে আপনি তৃপ্তি খুঁজে পান না। বড় কিছু করতে চান। আপনার গুণাবলি আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কবি ম্যাথু আর্নল্ড, আভা গার্ডানার, আল কিনদি, উইলিয়াম পিকারিং, ধনকুবের হাওয়ার্ড হুগস, আলাউদ্দীন আলী প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। গৃহে অতিথিসমাগম হতে পারে। চোখ-সংক্রান্ত কোনো ঝামেলায় ভুগতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। কাজকর্মে সাফল্যের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা সফল হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। নিজের কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শরীর অসুস্থ হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে কোনো সমঝোতা হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। ভাগ্যোন্নয়নের চেষ্টায় সুফল পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। তীর্থযাত্রার ইচ্ছা পূরণ হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ভুল বোঝাবুঝি কিছু থাকলে তা মিটে যেতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজনদের শত্রুতা সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো মামলা-মোকদ্দমা থাকলে তার ফল আপনার পক্ষে আসতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হওয়ার সম্ভাবনা আছে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শরীর খুব একটা অনুকূলে না থাকার আশঙ্কা আছে। চাকরিজীবীদের কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। সীমা অতিক্রম করার চেষ্টা না করলেই ভালো করবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হতে পারে। প্রণয় সংক্রান্ত বিষয়াদির জন্য সময় অনুকূলে থাকবে। কাঙ্ক্ষিত জনের কাছে নিজের মনোভাব স্পষ্ট করে তুলুন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হতে পারে। কোনো বন্ধুর সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। মন ভালো থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পাবেন। বাড়িতে আত্মীয়সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।