রাশিফল
যোগ্যতার প্রমাণ দেবেন মিথুন, সতর্ক থাকুন মকর
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা ৭ ও ৮। শুভবার শনি ও সোমবার। শুভ রত্ন নীলা ও এমিথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি দূরদর্শী ও কর্তব্যপরায়ণ। সব সময় কাজ নিয়ে থাকতে চান।
দৈহিক ও মানসিকভাবে আপনি অস্থির ও ভ্রাম্যমাণ। আপনার অন্তর্দৃষ্টি নতুন ধ্যান-ধারণা গ্রহণে সব সময় উদ্বুদ্ধ করে। রুটিন অনুসারে একঘেয়ে জীবন আপনার পছন্দ নয়। তাই একাধিক পেশাগত পরিবর্তন আসতে পারে। তবে অস্থিরতা সত্ত্বেও পরিকল্পিত কাজে ধৈর্যের সঙ্গে লেগে থাকার গুণ আছে আপনার। কোনো বাধা বা চ্যালেঞ্জই আপনাকে লক্ষ্য থেকে টলাতে পারে না। আত্মবিশ্বাস ও দৃঢ়তাই আপনাকে সাফল্যের সোপানে নিয়ে যাবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ আলী জিন্নাহ, অটল বিহারি বাজপেয়ি, আইজ্যাক নিউটন, রেবেকা এয়েস্ট, আবু রুশদ, ড. মাহমুদ-উল-আমীন, নওয়াজ শরিফ, সত্য সাহা, হুমায়ুন কবীর প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করুন। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রবাসী আপনজনদের সঙ্গে যোগাযোগ হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পত্তির দখল পেতে পারেন। আত্মীয়দের সহযোগিতা পাবেন। পেশাগত দিক ভালো থাকবে। পড়াশোনায় মন বসানো সহজ হবে। চোখ-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
মানসিক প্রশান্তি বজায় থাকবে। শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সময় খুব একটা অনুকূলে না-ও থাকতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। কোনো আইনগত ঝামেলায় জড়ানোর আশঙ্কা আছে। ব্যয়াধিক্য দেখা দেবে। কোনো শোক সংবাদ পেতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত ক্ষেত্রে কোনো চুক্তি বা সমঝোতা হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ইচ্ছাপূরণের ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগতি হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রবাস আনন্দদায়ক হবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ওয়ারিশসূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে লোকসান হতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত করার চেষ্টা করুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। খাওয়া-দাওয়ায় সতর্ক থাকার চেষ্টা করুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সৃজনশীল কাজকর্মে সুফল আশা করতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। কোনো বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন।