রাশিফল
পাওনা টাকা পেতে পারেন বৃষ, দূর হবে মিথুনের মানসিক অশান্তি
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি। আপনার শুভসংখ্যা ৮। শুভ বার শনি। শুভ রত্ন নীলা।
প্রকৃতিগতভাবে আপনি প্রতিভাদীপ্ত। জীবনের প্রতি সিরিয়াস। সব কিছুকেই আপনার উচ্চাভিলাষ পূরণের লক্ষ্যে পরিচালিত করতে চান। কিন্তু আপনি অত্যন্ত মুডি। আজ আশা-উদ্দীপনার তুঙ্গে অবস্থান করছেন। আর দেখা যাবে কালকেই হতাশার গভীরে ডুবে গেছেন। আপনি দৃঢ়চেতা ও কিছুটা আত্মগর্বী। জীবন আপনার কুসুমাস্তীর্ণ নয় বরং কণ্টকাকীর্ণ। অনেক বাধা-বিপত্তি ও উত্থান-পতনের মধ্য দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। তবে দুর্ভাগ্যকে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিটি বাধাই আপনাকে শক্তিশালী করবে। আপনার লক্ষ্য এগিয়ে আসবে আরো কাছে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব চেয়ারম্যান মাও সেতুং, হেনহি মিলার, মুন্সি মেহেরুল্লাহ, নীনা হামিদ, রিচার্ড উইড মার্ক, কবি থামস গ্রে, শেহাব উদ্দীন আহমেদ, দুলাল বিশ্বাস প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বাড়িতে পুরোনো কোনো আত্মীয়ের আগমন ঘটতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সাহায্য ও সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করার চেষ্টা করুন।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মানসিক অশান্তি কিছু থাকলে তা দূরীভূত হবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। নিজের বিনয়ী আচরণ দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। সম্মান ও ব্যক্তিত্বের ওপর হানিকর কোনো কাজ না করলেই ভালো করবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। ক্ষেত্রবিশেষে কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রবাসী আপনজনদের সঙ্গে যোগাযোগ হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। আধ্যাত্মিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো সৎ মানুষের সান্নিধ্যে উপকৃত হতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ধর্মীয় কারণে কোথাও ভ্রমণ করা হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সময় খুব একটা অনুকূলে থাকবে না। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ভুল বোঝাবুঝি থাকলে তার অবসান হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর খুব একটা ভালো থাকবে না। ঠান্ডাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ ভালো না থাকার আশঙ্কাই বেশি। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সময় মোটামুটি অনুকূলে থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে পারবেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে।