রাশিফল
মিথুনের আর্থিক দিক ভালো, প্রণয়ে সাফল্যের সম্ভাবনা মীনের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৮ ও ৯। শুভ বার শনি ও মঙ্গল। শুভ রত্ন নীলা ও রক্তপ্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী ও উচ্চভিলাষী। দৃঢ় ইচ্ছাশক্তির সঙ্গে রয়েছে কাজ করার যোগ্যতা। আপনার জীবন হবে ঘটনাবহুল। আপনার মধ্যে থাকতে পারে এক ধরনের উগ্র মনোভাব। এমনিতে ভয় না পেলেও যে কোনো পরিস্থিতির ক্ষতিকর ও লাভজনক দিক খুবই সুস্পষ্টভাবে দেখতে পান। তাই বলিষ্ঠভাবে সিদ্ধান্ত নিয়ে সহজেই কাজ করতে পারেন। জীবনে ব্যাপক ঘাত-প্রতিঘাত সত্ত্বেও আপনাকে সাফল্য থেকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব বিজ্ঞানী লুই প্রাস্তর, জ্যোতির্বিদ জন কেপলার, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি মির্জা গালিব, উপন্যাসিক রাবেয়া খাতুন। আলহাজ জহিরুল হক, মৃদুলা সাহা, অভিনেত্রী মার্লিন দিয়াত্রিচ, মুনমুন আহমেদ, শাহিন সামাদ প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পড়াশোনায় মন বসাতে পারবেন। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করুন। মনোবল বৃদ্ধি পাবে। গৃহে অতিথিসমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। চোখ সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টায় সফল হতে পারেন। আপনার ভদ্র ও বিনয়ী আচরণ দ্বারা অন্যকে সহজেই আকৃষ্ট করতে পারবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। আবার নিজের কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পায়ে কোনো ধরনের ব্যথা পেতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজে সাফল্য পেতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কোনো কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সম্মান ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আধাত্মিক চিন্তা-চেতনায় মন নিবিষ্ট হতে পারে। জ্ঞানচর্চায় আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পেশাগত ক্ষেত্রে কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ আপনার নামে কোনো দুর্নাম রটতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামগ্রিকভাবে দিনটি অনুকূলে থাকবে। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক লেনদেনে সাফল্য আসতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।