রাশিফল
কর্মস্থলে সহযোগিতা পাবেন তুলা, দুর্নাম রটতে পারে ধনুর নামে
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও রবি। আপনার শুভসংখ্যা ১ ও ৮। শুভবার শনি ও রবিবার। শুভ রত্ন নীলা ও রুবি।
প্রকৃতিগতভাবে আপনি অত্যন্ত বাস্তববাদী ও চাপা ব্যক্তিত্বের অধিকারী। আপনি উচ্চাভিলাষী। লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে লেগে থাকার গুণ আছে। কাজ ও দায়িত্বের ব্যাপারে সিরিয়াস। সব নিখুঁতভাবে করতে চান। তবে আপনার মধ্যে সামাজিকতার অভাব থাকতে পারে। একাকী থাকতেই ভালোবাসেন। কারো আনুকূল্য পেতে চান না, অনুগৃহীত থাকতে চান না।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব রাষ্ট্রনায়ক উড্রো উইলসন, রাজ বীরেন্দ্র, ঔপন্যাসিক রিজিয়া রহমান, সাংবাদিক আহমেদ জামান চৌধুরী, জ্যোতির্বিদ মার্টিন স্কিমড, আবহাওয়াবিদ কার্ল গুস্তক রসবি, আলমগীর রহমান, রমাপদ চৌধুরী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধির সম্ভাবনা আছে। নতুন যানবাহন কেনাকাটার সুযোগ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মন ভালো থাকবে। পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। যেকোনো ধরনের উত্তেজনা ক্ষতিকর হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধ থাকলে তা মিটে যেতে পারে। কাজকর্মে উৎসাহ পাবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। বিত্ত-বৈভব বৃদ্ধির চেষ্টা ফলপ্রসূ হতে পারে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদ পুনরায় দখলে আসতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে। মাথাব্যথা কিংবা চোখ-সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। মানসিক শান্তি বজায় থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। ভালো ব্যবহার দিয়ে অন্যকে সহজেই আকৃষ্ট করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সামগ্রিকভাবে আর্থিক দিক ভালো থাকবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। হাতের কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। শরীর অসুস্থ হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে সাফল্যের সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। নিজের যোগ্যতার যথাযথ প্রমাণ দিতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ভাগ্যোন্নতির প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। সৎ গুরুর সান্নিধ্যে উপকৃত হতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পেশাগত দিক ভালো যাবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো ধরনের সামাজিক সমস্যায় জড়াতে পারেন। আপনার নামে কোনো দুর্নাম রটতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ট্যাক্স-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। এ ক্ষেত্রে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করা সহজ হবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজনরা শত্রুতা করতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুখ-অশান্তিতে ভুগতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায়। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। সম্ভাব্য ক্ষেত্রে লাভের যোগ আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। রক্তচাপ ও হৃদরোগীদের যেকোনো ধরনের উত্তেজনা পরিহার করতে হবে।