রাশিফল
মিথুনের বাড়িতে আসবে অতিথি, মকরের ব্যবসায় মন্দা
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৮। শুভ বার শনি ও বৃহস্পতি। শুভ রত্ন নীলা ও পোকরাজ।
প্রকৃতিগতভাবে আপনি নিজস্ব পথ ও ধারার অনুসারী। গতানুগতিকতা থেকে ভিন্নভাবে নতুন কিছু করার সহজাত স্পৃহা রয়েছে আপনার মধ্যে। সব ব্যাপারেই আপনি সিরিয়াস। সংকল্পের মাঝে দৃঢ়তার কোনো অভাব নেই। আর ব্যক্তিস্বাধীনতা ও স্বাধীনভাবে কাজ করার সুযোগের মূল্য আপনার কাছে অনেক। নিজের মত সুন্দরভাবে প্রকাশ করতে পারেন। আপনার সংবেদনশীলতা অন্যকে বুঝতে সাহায্য করে। প্রতিবাদী ও বিরুদ্ধবাদী হিসেবে অনেকের অপ্রিয় হয়ে উঠতে পারেন আপনি। দৃঢ়তা ও বলিষ্ঠতা সত্ত্বেও জীবন সাফল্য লাভের জন্য আরো কৌশলী হতে হবে আপনাকে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব চিত্রশিল্পী হেনরী মাটিসে, ডোনা সামার, বেন কিংসলে, কাজী আবদুল আলিম, লর্ড চার্লস ক্রমওয়েল, গায়ক মোহাম্মদ রফিকুল আলম, আলী ইমাম, আতাউর রহমান, হাবিবুল্লাহ সিরাজী।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হবে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। যে কোনো পরিস্থিতিতে নিজের মতামত স্পষ্ট করে প্রকাশ করুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
পারিবারিক পরিবেশ ভালো থাকেব। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মন ভালো থাকবে।
মিথুন (২১ মে-২০ জুন)
মনোবল বৃদ্ধি পাবে। সাহসিকতার সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রতিবেশীদের সঙ্গে সু-সম্পর্ক বজায় থাকবে। বাড়িতে আত্মীয়সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। মাথাব্যথা বা চোখ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কাউকে আজ কোনো প্রতিশ্রুতি না দিলেই ভালো করবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। নিজের ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বন্ধুদের সহযোগিতা পাবেন। নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে কোনো চুক্তি হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক কাজকর্মে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। আধ্যাত্মিক চিন্তাচেতনায় সুফল পাবেন। ভাগ্যোন্নয়নের চেষ্টা ফলপ্রসূ হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। সামাজিক সংকটে জড়ানোর আশঙ্কা আছে। কোনো শোক সংবাদ পেতে পারেন। আজ আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ আপনার নামে কোনো বদনাম রটতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কোনো ঝামেলা হতে পারে। কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘনের চেষ্টা ঠিক হবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। ঠান্ডা ও ধুলাবালি থেকে সতর্ক থাকুন।