রাশিফল
কেমন যাবে ২০১৬?
২০১৬, নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন সব পরিকল্পনা। কিন্তু সবকিছু কি মানুষের হাতের নাগালে থাকে? অনেক কিছুই নির্ধারিত হয় ভাগ্যের দ্বারা। তো আপনার ভাগ্য নতুন বছরে কি সুপ্রসন্ন থাকবে, না থাকবে না? জানতে পড়ে নিন আপনার রাশিটি কী বলছে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বছরের শুরুতে শুভগ্রহ বৃহস্পতির অবস্থান এবং একাদশে বৃহস্পতির দৃষ্টির ফলে ২০১৬ খ্রিস্টাব্দ অগ্নিরাশি মেষের জাতক-জাতিকার জন্য শুভ এবং গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা যায়। আর্থিক দিক ভালো যাবে। বিভিন্ন সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। প্রবাসীদের সময় অনুকূল থাকবে। কেউ কেউ নিজের দোষে অপ্রত্যাশিত কোনো ঝামেলায় পড়তে পারেন। দ্বাদশে রাহুর দৃষ্টির ফলে বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বছরের প্রথম দিকে কোনো কারণে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। ফলে শরীর থেকে রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে। পেটের পীড়ায় ভুগতে পারেন। অবিবাহিতদের বিয়ের প্রচেষ্টায় সাফল্য সম্ভাবনা লক্ষ করা যায়। নিঃসন্তান দম্পতিদের কারো কারো সন্তান লাভের যোগ আছে। মহিলাদের প্রবাসী আপনজনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে। বছরের দ্বিতীয়ার্ধে ওই ধরনের আশঙ্কা হ্রাস পাবে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কারো কারো তীর্থযাত্রার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আগস্টের পরে নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাময়। পরীক্ষায় মোটামুটি কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারেন। উচ্চশিক্ষা অথবা কোনো ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণের জন্য বিদেশযাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়ীদের জন্য বছরটি ভালো যাবে।
আমদানি-রপ্তানি ব্যবসা, ইনডেন্টিং, ঠিকাদারি, সাধারণ দোকানদারি প্রভৃতি ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তবে ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করলেই ভালো করবেন। বিশেষত শেয়ার মার্কেটে বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। অবিবাহিত কন্যার বিয়ের জন্য ভালো কোনো প্রস্তাব আসতে পারে। বছরের প্রথম ভাগে ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। অন্যান্য দিক ভালো যাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
মৃত্তিকা রাশি বৃষের জাতক-জাতিকার জন্য ২০১৬ মিশ্র সম্ভাবনাময়। মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। তবে বাবার শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক দিক মিশ্র সম্ভাবনাময়। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত শত্রুতার জন্য নিশ্চিত পাওনা অর্থও হাতছাড়া হয়ে যেতে পারে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো যাবে। নিঃসন্তান দম্পতির সন্তান লাভের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। এক্ষেত্রে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হবে। তবে অবিবাহিতদের বিয়ের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সামগ্রিকভাবে সময় অনুকূল থাকবে। প্রণয়ের ক্ষেত্রে সাময়িক ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তা মিটে যেতে পারে। সামাজিক দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সমালোচিত হতে পারেন। সুতরাং এ ব্যাপারে প্রথম থেকেই সতর্ক থাকার চেষ্টা করুন। শরীরের নিম্নাংশে কোনো ধরনের আঘাতপ্রাপ্তির আশঙ্কা আছে। অথবা কোনো ধরনের ব্যথা-বেদনায় ভুগতে পারেন। সামগ্রিকভাবে শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো নাও থাকতে পারে। আমাশয়, অর্শ্ব প্রভৃতি ব্যাধিতে ভোগার আশঙ্কা আছে। কোনো ধরনের আঘাতপ্রাপ্তি কিংবা অস্ত্রোপচারের কারণেও শরীর থেকে রক্তক্ষরণ হতে পারে। বিদ্যার্থীদের জন্য বছরটি মিশ্র সম্ভাবনাময়। পড়াশোনায় অধিকতর মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অন্যথায় কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন। সামগ্রিকভাবে পারিবারিক পরিবেশ ভালো থাকবে। এ বছর ভাগ্যের আনুকূল্যের চেয়ে কর্ম ও নিজের যোগ্যতার ওপর বেশি নির্ভরশীল হতে হবে। কর্মসংস্থানের জন্য বিদেশযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রা না করলেই ভালো করবেন। ব্যবসায়ীদের জন্য বছরটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। সাধারণ ব্যবসায়ী থেকে আরম্ভ করে করপোরেট ব্যবসাও শিল্পোৎপাদনের ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত ও কুশলী উদ্যোগ সাফল্যমণ্ডিত হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য দিক ভালোর আশা করা যায়।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বায়ু রাশি মিথুনের অধিপতি গ্রহ বুধ বছরের শুরুতে অষ্টমে অবস্থান করছে। সপ্তমপতি বৃহস্পতির সপ্তমে দৃষ্টি আছে। একাদশপতি মঙ্গল পঞ্চমে অবস্থান করছে। সামগ্রিকভাবে উপরি-উক্ত গ্রহাবস্থানের কারণে বছরটি মিশ্র সম্ভাবনাময় হলেও শুভ ফল বেশি দেবে বলে আশা করা যায়। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য আসবে। ধনপতি চন্দ্র দশমে থাকার করার ফলে সামাজিকভাবে কর্মপরিবেশ অনুকূল থাকবে। ছোট ভাইবোনদের সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। স্বল্প মেয়াদি ব্যবসায়িক প্রকল্প গ্রহণ করুন। তাতে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। প্রত্যাশা পূরণের সুযোগ সৃষ্টি হতে পারে। এ বছর একাধিকবার বিদেশ যাতায়াতের সম্ভাবনা আছে। তবে কর্মসংস্থানের উদ্দেশে বিদেশযাত্রার প্রচেষ্টা সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে। নিরুৎসাহিত না হয়ে বারবার চেষ্টা চালাতে থাকুন। শেষ পর্যন্ত সাফল্য আশা করা যায়। ভাগ্য স্থানে শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি আছে। যার ফলে চূড়ান্ত পর্যায়ে ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা আছে। একাদশ পতির একাদশে দৃষ্টি থাকার ফলে আর্থিক দিক ভালো যাবে। বছরের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক অবস্থা অধিকতর ভালো হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক বা অন্যান্য প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পেতে পারে। অহেতুক অর্থ নষ্ট যাবে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখুন। প্রেম-ভালোবাসার ব্যাপারে সাময়িক কিছু সুফল পেলেও শেষ পর্যন্ত তা সফল নাও হতে পারে। অবিবাহিতদের অনেকের এ বছর বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় হঠাৎ কোনো সাফল্য আসতে পারে। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য সময় অনুকূল থাকবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। এ বছর শরীর খুব একটা ভালো যাবে না। মাঝে মাঝে অসুস্থ বোধ করবেন। অসুস্থতা অবহেলা না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। অন্যান্য দিক ভালো যাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
নৈসর্গিক রাশিচক্রে জলজ রাশি কর্কটের জাতক-জাতিকার জন্য ২০১৬ বেশ গুরুত্বপূর্ণ বছর হিসেবে পরিগণিত হতে পাবে। বছরের শুরুতে কর্মস্থানে কর্মপতি মঙ্গলের দৃষ্টি থাকার ফলে কর্মোন্নতির যথেষ্ট সম্ভাবনা আছে। এ বছর বেকারদের অনেকের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। চাকরিজীবীদের চাকরিতে পদোন্নতি অথবা কাঙ্ক্ষিত স্থানে বদলির সম্ভাবনা আছে। কর্মস্থানে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক তুলনামূলকভাবে কিছুটা শীতল থাকবে। বছরের দ্বিতীয়ার্ধে এ ক্ষেত্রেও পরিস্থিতির উন্নতির সম্ভাবনা লক্ষ করা যায়। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। প্রেম-ভালোবাসার জন্য বছরটি খুব একটা ভালো বলা যাবে না। পরিস্থিতি কখনো খারাপ এবং কখনো ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো নাও থাকতে পারে। উচ্চরক্তচাপ ও হৃদরোগ যাদের আছে, তাদের এ বছর সতর্ক থাকতে হবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের অনেকের বিয়ের উদ্যোগ সফল হতে পারে। এ বছর আপনজন কারো মৃত্যুতে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ভাগ্যোন্নয়নে অপ্রত্যাশিত কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। বছরের শুরুতে একাদশ পতির একাদশে দৃষ্টি থাকার ফলে আয় বৃদ্ধির নতুন নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। অন্যান্য দিক মোটামুটি ভালো যাবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বছরের শুরুতে শুভ গ্রহ বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করছে এবং পঞ্চমে পঞ্চমপতি বৃহস্পতির দৃষ্টি রয়েছে। নবমে নবম্পতি মঙ্গলের দৃষ্টি আছে। দশমে দশমপতি শুক্রের দৃষ্টি রয়েছে। ফলে ২০১৬ সিংহ রাশির জাতক-জাতিকার জন্য শুভ ও গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা যায়। বছরটি ব্যক্তিত্ব বিকাশে সহায়ক হবে। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আর্থিক দিক মিশ্র সম্ভাবনাময় হবে। বছরের শুরুতে কিছু ব্যয়াধিক্য দেখা দিতে পারে। এপ্রিল থেকে আর্থিক দিক মোটামুটিভাবে ভালো যেতে থাকবে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। পারিবারিক বিবিধ বিষয়ে মাঝে মাঝে মতানৈক্য সৃষ্টি হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। প্রত্যাশা পূরণ বাধাগ্রস্ত হতে পারে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বাবার শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মাঝে মাঝে সাময়িক অসুস্থতা দেখা দিলেও তার জন্য খুব একটা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নাও হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনায়ও তারা ভালো করবে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সাময়িক ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। তবে তা তেমন একটা স্থায়ী হবে না। হঠাৎ কোনো আপনজনের মৃত্যুতে শোকগ্রস্ত হতে পারেন। নানা প্রতিকূলতার ভেতর দিয়েও ভাগ্যের সহায়তা পাবেন। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। চাকরিজীবীদের বছরের দ্বিতীয়ার্ধে পদোন্নতির সম্ভাবনা আছে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় কারো কারো সাফল্য আসতে পারে। রাশ্যাধিপতি রবি বছরের শুরুতে একাদশে দৃষ্টি দিচ্ছে। ফলে আয়ের ক্ষেত্রে বিবিধ প্রতিকূলতাকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে পারবেন। উপার্জনের নতুন নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। বিদেশযাত্রার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার প্রয়োজনে কিংবা কর্মসংস্থানের উদ্দেশে বিদেশযাত্রার প্রচেষ্টা বছরের শুরু থেকে জোরদার করুন। সাফল্য আসতে পারে। লগ্নাধিপতির পঞ্চমে অবস্থানের ফলে এবং পঞ্চমপতির পঞ্চমে দৃষ্টি থাকায় বছরের শুরু থেকেই প্রেমিক-প্রেমিকাদের জন্য সময় অনুকূল থাকবে। অবিবাহিতদের অনেকের বিয়ের ব্যাপারে কাঙ্ক্ষিত সাফল্য আসতে পারে। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
নৈসর্গিক রাশিচক্রে মৃত্তিকা চিহ্নিত রাশি কন্যার জন্য বছরটি মিশ্র সম্ভাবনাময়। বছরের শুরুতে লগ্নে রাহু ও চন্দ্র অবস্থান করছে। ধনস্থানে অষ্টমপতি মঙ্গল এবং তৃতীয়ে শুক্র ও শনি, চতুর্থে রবি ও প্লুটো, লগ্নপতি বুধ পঞ্চমে, ষষ্ঠে নেপচুন, সপ্তমে কেতু ও ইউরেনাস এবং দ্বাদশে বৃহস্পতি অবস্থান করছে। ফলে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। শরীরের নিম্নাংশে ব্যথা কিংবা কোনো ধরনের আঘাত পেতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। উপার্জন বৃদ্ধি পাবে তবে ব্যয়াধিক্যের জন্য সঞ্চয়ের পরিমাণ খুব একটা উল্লেখযোগ্য নাও হতে পারে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক কিছুটা মিশ্র সম্ভাবনাময় হবে। ছোটদের সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হবে। প্রয়োজনে বড় ভাইবোনদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। একাধিক ক্ষেত্রে আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। প্রেম-ভালোবাসার জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা এ বছর অনেকটা উজ্জ্বল। অবিবাহিতদের অনেকেরই হঠাৎ করে বিয়ে হয়ে যেতে পারে। বিয়ের ক্ষেত্রে কারো কারো প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল নাও থাকতে পারে। বছরের প্রথমার্ধে ঘনিষ্ঠ কারো মৃত্যুতে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় কোনো ধরনের বদনাম অথবা সামাজিক সমস্যার সম্মুখীন হতে পারেন। ভাগ্যোন্নয়ন প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। প্রবাসী আপনজনদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। বিদ্যার্থীদের জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। পড়াশোনায় কাঙ্ক্ষিত সাফল্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। কর্মসংস্থানের জন্য বিদেশযাত্রার প্রচেষ্টায় অনেকেরই সাফল্য আসতে পারে। বেকারদের অনেকেরই কর্মসংস্থানের সম্ভাবনা আছে। অন্যান্য দিক ভালো যাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বছরের শুরুতে সপ্তম পতি মঙ্গল তুলায় অবস্থান করছে। ফলে দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের অনেকেই প্রত্যাশা মোতাবেক বিয়ের সুযোগ পেতে পারেন। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। আমাশয়, অর্শ্ব অথবা কোনো ধরনের অস্ত্রোপচার বা দুর্ঘটনাজনিত কারণে শরীর থেকে রক্তক্ষরণের আশঙ্কা আছে। হৃদরোগ ও রক্তচাপের রোগীদের যাবতীয় উত্তেজনা পরিহার করা উচিত। মঙ্গল ধনস্থানের অধিপতি এবং তুলার অধিপতি শুক্র পরস্পর ক্ষেত্র বিনিময় করেছে। ফলে আর্থিক দিক এ বছর তুলনামূলকভাবে ভালো যাবে বলে আশা করা যায়। ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা ও সমর্থন পাবেন। এ বছর বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। পর্যটন, কোনো সম্মেলন বা কোনো অনুষ্ঠানে যোগদানের জন্য বিদেশযাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। একাদশে বৃহস্পতির অবস্থানের ফলে আয়-উন্নতি বৃদ্ধি পাবে। দ্বাদশে চন্দ্রের অবস্থানের জন্য এ বছর ব্যয়াধিক্য দেখা দেওয়ার আশঙ্কা আছে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কোনো জটিল রোগের জন্য মায়ের শরীরে অস্ত্রোপচারের আশঙ্কা আছে। প্রেম-ভালোবাসার জন্য ২০১৬ শুভ ও গুরুত্বপূর্ণ বছর হিসেবে পরিগণিত হতে পারে। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পাওয়ার সম্ভাবনা আছে। এ বছর একাধিক আপনজনকে হারাতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে মাঝে মাঝে প্রয়োজনে ঝুঁকি নিলে ভালো করবেন। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
জলজ রাশি বৃশ্চিকে বছরের শুরুতেই শনি এবং শুক্র অবস্থান করছে। ধনস্থানে রবি ও প্লুটো অবস্থান করছে। এ ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টিও রয়েছে। তৃতীয় বুধ, চতুর্থে নেপচুন, পঞ্চমে ইউরেনাস এবং কেতু দশমে বৃহস্পতি, একাদশে চন্দ্র ও রাহু, দ্বাদশে মঙ্গল অবস্থান করছে। নৈসর্গিক রাশিচক্রে গ্রহগুলোর উপরি-উক্ত অবস্থানের ফলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য বছরটি নানা কারণে শুভাশুভ মিশ্র সম্ভাবনাময় হতে পারে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। মাঝে মাঝে অসুস্থবোধ করতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। বৃশ্চিকের ধনাধিপতি বৃহস্পতি ধনস্থানে দৃষ্টি দিচ্ছে এবং কর্মপতি রবিও ধনস্থানে অবস্থান করছে। ফলে আর্থিক দিক ভালো যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। নানা সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে মাঝে মাঝে মতবিরোধ দেখা দিতে পারে। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করলে ভালো করবেন। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কারো মা যদি ক্যানসারের রোগী হয়ে থাকে, তাঁকে সাবধানে রাখতে হবে এবং সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রেম-ভালোবাসা ও রোমান্টিক বিষয়াদির জন্য বছরটি মিশ্র সম্ভাবনাময়। অপ্রত্যাশিতভাবে কারো কারো প্রণয় সংক্রান্ত বিষয়ে ভালো যোগাযোগ হতে পারে। আবার রহস্যজনক ও অপ্রত্যাশিত কারণে দীর্ঘদিনের সুসম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। সন্তানসম্ভবা মহিলাদের এ বছর খুব সতর্ক থাকতে হবে। সাবধানে চলাফেরা ও নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ তাঁদের জন্য অপরিহার্য। বিদ্যার্থীদের জন্যও বছরটি মিশ্র সম্ভাবনাময়। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে ভালো কোনো যোগাযোগ হতে পারে। বিয়ের ক্ষেত্রে শনির দৃষ্টি থাকার ফলে কিছু বাধা-বিপত্তি অতিক্রম করে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে। শৌখিন দ্রব্য ও নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত দ্রব্যের ব্যবসায় সুফল পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বাকি-বকেয়া লেনদেন এ বছর খুব একটা ভালো নাও হতে পারে। পরিস্থিতি অনেক ক্ষেত্রে প্রতিকূল হলেও ভাগ্যোন্নয়নের প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা আছে। কর্মসংস্থানের ব্যাপারে ঝুঁকি নিয়ে এ বছর বিদেশযাত্রা না করলেই ভালো করবেন। বেকারদের অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। পিতৃস্বাস্থ্য মোটামুটি ভালো যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অগ্নি রাশি ধনুর জাতক-জাতিকার জন্য বছরটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। বছরের শুরুতে রাশ্যাধিপতি বৃহস্পতি নবমে অবস্থান করবে এবং স্বক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে। একই সঙ্গে গ্রহরাজ রবি ও ধনুতে অবস্থান করবে। দশপতি বুধ ধনস্থানে অর্থাৎ মকর রাশিতে অবস্থান। তৃতীয় নেপচুন, চতুর্থে ইউরেনাস ও কেতু, দশমে চন্দ্র এবং রাহু, একাদশে মঙ্গল, দ্বাদশে শুক্র ও শনি রয়েছে। সামগ্রিকভাবে শরীর-স্বাস্থ্য এ বছর ভালো যাবে বলে আশা করা যায়। ছোটখাটো রোগব্যাধি মাঝেমধ্যে দেখা দিলেও সেটা খুব একটা দুশ্চিন্তার কারণ হবে না। আর্থিক দিক ভালো যাবে। বিবিধ সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। ভাইবোনদের সঙ্গে মাঝেমধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কাজকর্মে প্রত্যাশা অনুযায়ী সাফল্য নাও আসতে পারে। প্রেম-ভালোবাসার জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত মানুষকে স্বচ্ছন্দে নিজের মনের কথা বলতে পারেন অথবা প্রস্তাব দিতে পারেন। নিঃসন্তান দম্পতিদের কারো কারো সন্তান লাভের আশা পূরণ হতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুণ। শত্রুরা প্রকাশ্যে অথবা গোপনে শত্রুতা করতে পারে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে গৃহীত উদ্যোগ সফল হতে পারে। ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশযাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। প্রতিযোগিতামূলক কাজে সুফল পাবেন। বিদ্যার্থীদের জন্য ২০১৬ সাল শুভ সম্ভাবনাময়। পড়াশোনায় অধিকতর মনোযোগী হন। এ ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা যথেষ্ট রয়েছে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করার চেষ্টা করুন। কেবল আর্থিক কারণে বিপরীত লিঙ্গের কেউ ঘনিষ্ঠতা স্থাপনের চেষ্টা করতে পারে। এ ধরনের কিছুতে জড়িত না হলেই ভালো করবেন। শেয়ার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য বছরটি শুভ নয়। যেকোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। রাজনীতিবিদ ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের জন্য বছরটি ভালো যাবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। প্রবাসীদের জন্য ২০১৬ মিশ্র সম্ভাবনাময় বছর। কেউ কেউ আশাতীত সাফল্য লাভে সক্ষম হবেন। আবার কারো কারো ক্ষেত্রে প্রবাস সমস্যা সংকুল হয়ে উঠতে পারে। কেউ কেউ অনভিপ্রেত কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। বিদেশ-বিভুইয়ে এসব ব্যাপারে সতর্ক এবং সচেতন থাকার চেষ্টা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মৃত্তিকা রাশি মকরের অধিপতি গ্রহ শনি একাদশ স্থান অর্থাৎ বৃশ্চিকে অবস্থান করছে। দ্বিতীয় নেপচুন, তৃতীয়ে ইউরেনাস এবং কেতু, অষ্টমে বৃহস্পতি, নবমে চন্দ্র ও রাহু, দশমে মঙ্গল, একাদশে শুক্র ও দ্বাদশে রবি ও প্লুটো অবস্থান করছে। মকরের জাতক-জাতিকার জন্য শরীর-স্বাস্থ্যের ব্যাপারে বছরটি ভালো নাও যেতে পারে। মাঝে মাঝে অসুস্থ বোধ করবেন। অসুখ-অশান্তিকে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকলেও নেপচুনের অবস্থানের জন্য রহস্যজনক কারণে মাঝে মাঝে আর্থিক ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে। তবে এ ধরনের সমস্যা কখনো দীর্ঘস্থায়ী হবে না। সামগ্রিকভাবে আর্থিক অবস্থা ভালো যাবে বলে আশা করা যায়। অপ্রত্যাশিত কারণে ভাইবোনদের সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। এ ধরনের ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে পারলে ভালো করবেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। প্রেম-ভালোবাসার ব্যাপারে এ বছর বেশ কিছু সুযোগ পেতে পারেন। তবে আপনার সিদ্ধান্তহীনতার জন্য প্রাপ্ত সুযোগ কতটা কাজে লাগাতে পারবেন তা নিশ্চিত করে বলা যাবে না। রোমান্টিক বিষয়াদির জন্যও সময় অনুকূলে থাকবে। বিদ্যার্থীদের জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। একটু মনোযোগী হতে পারলে পড়াশোনায় ভালো করবেন। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শত্রুর সঙ্গে ভালো ব্যবহার করে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করলে ভালো করবেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় কাঙ্ক্ষিত সুফল নাও পেতে পারেন। এ ক্ষেত্রে বিনিয়োগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন। আপনজনদের কারো মৃত্যুতে শোকগ্রস্ত হওয়ার আশঙ্ক্ষা আছে। ভাগ্য পরিবর্তনের উদ্দেশে বিদেশযাত্রার আকাঙ্ক্ষা কারো কারো বাস্তবায়িত হতে পারে। তীর্থযাত্রার আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। প্রতিরক্ষা ও পুলিশ বাহিনীতে চাকরির প্রচেষ্টাতেও কেউ কেউ সফল হতে পারেন। চাকরিজীবীদের কারো কারো পদোন্নতির স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। কর্মসংস্থানের জন্য বিদেশযাত্রার ক্ষেত্রে দালালের খপ্পর থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নৈসর্গিক রাশিচক্রে বায়ু চিহ্নিত রাশি কুম্ভে রহস্যময় গ্রহ নেপচুন অবস্থান করছে। সপ্তমে অবস্থিত বৃহস্পতি কুম্ভের ওপর দৃষ্টি দিচ্ছে। দ্বিতীয় কেতু ও ইউরেনাসের অবস্থান এবং চন্দ্র ও রাহুর দৃষ্টি রয়েছে। তৃতীয়াধিপতি মঙ্গল তৃতীয় গৃহে দৃষ্টি দিচ্ছে। চতুর্থপতির চতুর্থ দৃষ্টি আছে সেই সঙ্গে শনিও চতুর্থে দৃষ্টি দিচ্ছে। পঞ্চমে রবি ও প্লুটো দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চমপতি বুধ দ্বাদশে অবস্থান করছে। ষষ্ঠে বুধের দৃষ্টি আছে। সপ্তমে বৃহস্পতি অবস্থান করছে। অষ্টমে চন্দ্র ও রাহু অবস্থান করছে, নবমে মঙ্গল, দশমে শুক্র ও শনি, একাদশে রবি ও প্লুটো এবং দ্বাদশে বুধ অবস্থান করছে। উপরি-উক্ত গ্রহাবস্থানের পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য সামগ্রিকভাবে বছরটি ভালো যাবে বলে আশা করা যায়। আপনজনদের সঙ্গে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও অপ্রত্যাশিতভাবে সে ভুল বোঝাবুঝির অবসান হবে। অবিবাহিতদের বিয়ের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কারো কারো আশাতিরিক্ত ভালো বিয়ে হতে পারে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যাবতীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। ঘনিষ্ঠ কোনো আপনজনের শারীরিক অসুস্থতায় বিচলিত বোধ করবেন। এ বছর শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টায় ভাইবোনদের কারো সহযোগিতা পেতে পারেন। সামগ্রিকভাবে এ বছর ভাগ্যের আনুকূল্য পাবেন বলে আশা করা যায়। এ ক্ষেত্রে কারো অপ্রত্যাশিত সহযোগিতাপ্রাপ্তির আশা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কর্মক্ষেত্রে কিছু অনাকাঙ্ক্ষিত বাধা-বিপত্তির সম্মুখীন হতে পারেন। তবে নিজের মনের জোরে সেসব অতিক্রম করতে পারবেন বলে আশা করা যায়। আর্থিক দিক ভালো যাবে। একাধিক সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নিলে ভালো করবেন। মনে রাখবেন, লক্ষ্মী সব সময় চঞ্চলা হয়। অকারণ ব্যয় পরিহার করতে না পারলে আর্থিক সমস্যায় পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য বছরটি মিশ্র সম্ভাবনাময়। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। অন্যথায় কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন। প্রেম, রোমান্স প্রভৃতি ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগুতে হবে। অন্যথায় সাফল্য বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
জলজ রাশি মীনের অধিপতি প্রাচ্যমতে বৃহস্পতি এবং পাশ্চাত্য মতে নেপচুন। বছরের প্রারম্ভে নেপচুন মীনের দ্বাদশে কুম্ভ রাশিতে অবস্থান করছে। কুম্ভের অধিপতি ইউরেনাস অবস্থান করছে মীনে। গ্রহদ্বয়ের পারস্পরিক ক্ষেত্রবদলের ফলে মীন রাশির জাতক-জাতিকার জন্য বছরটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। ধনস্থানের অধিপতি মঙ্গলের দৃষ্টি রয়েছে নিজ ক্ষেত্রে অর্থাৎ মেষ রাশিতে। তৃতীয় ঘরের অধিপতি শুক্রও তৃতীয়ে দৃষ্টি দিচ্ছে। এই ঘরে শনির দৃষ্টিও রয়েছে। সপ্তমপতি বুধের দৃষ্টি রয়েছে পঞ্চমে অর্থাৎ কর্কট রাশিতে। ষষ্ঠে অবস্থান করছে বৃহস্পতি, সপ্তমে চন্দ্র ও রাহু, অষ্টমে মঙ্গল, নবমে শুক্র ও শনি, দশমে রবি ও প্লুটো, একাদশে বুধ অবস্থান করছে। গ্রহগুলোর উপরি-উক্ত অবস্থানের ফলে মীন রাশির জাতক-জাতিকাদের জন্য বছরটি মিশ্র সম্ভাবনাময় হবে। শরীর খুব একটা ভালো যাবে না। মাথাব্যথা, চক্ষু-সমস্যা, উচ্চরক্তচাপ, জন্ডিস প্রভৃতি যে কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। স্বগৃহে রাহুর দৃষ্টির ফলে পায়ে আঘাত অথবা শরীরের নিম্নাংশে কোনো ব্যথা-বেদনা দেখা দিতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। প্রবাসী আপনজনের অর্থানুকূল্য পাওয়ার সম্ভাবনা আছে। নিজের আয়-উপার্জনও বৃদ্ধি পেতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সাময়িক ভুল বোঝাবুঝি হলেও সামগ্রিকভাবে সম্পর্ক ভালো থাকবে। বড় ভাইবোনদের সঙ্গেও সুসম্পর্ক বজায় থাকবে। মা-বাবার শরীর-স্বাস্থ্য এ বছর খুব একটা ভালো থাকতে নাও পারে। মাঝে মাঝেই তারা অসুস্থ হতে পারেন। অবিবাহিতরা একাধিক প্রেমের প্রস্তাব পেতে পারেন। সময়মতো সিদ্ধান্ত নিতে না পারার জন্য হয়তো সে ধরনের প্রস্তাব বিফলে যেতে পারে। অবিবাহিতদের হঠাৎ করে বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হতে পারে। বিবাহিতদের দাম্পত্য ক্ষেত্রে সাময়িক ভুল বোঝাবুঝির আশঙ্কা আছে। গুরুস্থানীয় কারো মৃত্যুতে শোকগ্রস্ত হতে পারেন। ভাগ্যস্থানে শনির অবস্থিতির কারণে ভাগ্যোন্নয়ন প্রচেষ্টা সফল হতে কিছু কালক্ষেপণ হতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূলে থাকবে। কর্মস্থলে পদোন্নতি অথবা অন্য কোনো সুযোগ-সুবিধা পেতে পারেন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় কারো কারো সাফল্য আসতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। অন্যান্য দিক ভালো যাওয়ার সম্ভাবনা আছে।