রাশিফল
মিথুনের মানসিক শান্তি, সামাজিক মর্যাদা বৃদ্ধি মকরের
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও রবি। আপনার শুভসংখ্যা ১ ও ৮। শুভবার শনিবার ও রবিবার। শুভ রত্ন নীলা ও চুনি। প্রকৃতিগতভাবে আপনি স্বাধীনচেতা। চিন্তাধারা ও আশা-আকাঙ্ক্ষায় রয়েছে মৌলিকত্ব ও সৃজনশীলতা। সব কিছুতে আপনি সিরিয়াস, চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেন। যেকোনো বিষয় পুরোপুরি বুঝতে চান। যেকোনো দায়িত্ব পুরোপুরি সম্পাদন করতে চান। বাস্তববাদী হওয়ায় অন্যের চিন্তায় সহজেই প্রভাবিত হন না। আপনার সব কাজের পেছনে রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য। তাই আপনি সহজেই হতোদ্যম হন না। জীবনে অনেক বাধা আসবে। কিন্তু ধৈর্য ও অধ্যবসায়ে মধ্য বয়সের পর আপনাকে সাফল্যের সোপানে নিয়ে যাবে। আজকের দিনে জন্ম গ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কবি জসিম উদদীন, ই এম ফ্রস্টার, অধ্যাপক আবদুর রাজ্জাক, বিজ্ঞানী সতেন্দ্র নাথ বসু, বুলবুল চৌধুরী, ড. কাজী দীন মুহম্মদ, মোহাম্মদ মাহফুজুল্লাহ, মাহবুব তালুকদার, আল মুজাহিদী, আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীন, ফিরোজ শাই, উপচার্য অধ্যাপক আব্দুল মান্নান, গাজী শামসুর রহমান, বিচারপতি ইসলাম, এডমিরাল ক্যানারিজ, কিম ফিলবি, দার্শনিক আমিনুল ইসলাম প্রমুখ।
১২ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। হঠাৎ কিছুটা অসুস্থ বোধ করতে পারেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। চাকরিজীবিদের কর্মস্থলে কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
প্রণয় সংক্রান্ত ব্যাপারে সময় অনুকূলে থাকবে। মনের মানুষের কাছে মনোভাব স্পষ্ট করে তোলার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজ কর্মে অগ্রগতি হতে পারে। শিল্প সংস্কৃতির সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে।
মিথুন (২১ মে-২০ জুন)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মানসিক শান্তি বজায় থাকবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। মনোবল বৃদ্ধি পাবে। কাজ-কর্মে উৎসাহ বোধ করবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থ পেতে পারেন। পাওনা টাকা আদায় হতে পারে। অধীনস্তদের কাজে লাগানো সহজ হবে। পড়াশোনায় আগ্রহ বোধ করবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আত্মসম্মানবোধ বজায় রাখার চেষ্টা করুন। শরীর ভালো থাকবে। মনের শান্তি অক্ষুণ্ণ থাকবে। অন্যের প্রতি ভদ্র ও বিনয়ী হওয়ার চেষ্টা করুন। প্রথম দর্শনেই অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারেবন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর খুব একটা ভালো থাকবে না। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। বিশেষ কোনো কাজ না করতে পারার জন্য মন খারাপ হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। বড় ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। সাংগঠনিক কাজে সাফল্য আসতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামজিক কাজ-কর্মে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্ম পরিবেশ ভালো থাকবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দৃষ্টিভঙ্গি আরো অধিকতর প্রসারিত হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ সৃষ্টির সম্ভাবনা আচে। সামজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। শোকগ্রস্ত হতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো ঘনিষ্ট বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজনদের শত্রুতা মোকাবিলা করতে হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।