রাশিফল
রিপাবলিকানদের জয়ের সম্ভাবনা, নিন্দিত হতে পারেন মোদি
সামগ্রিকভাবে গ্রহাবস্থান বিশ্লেষণ করে এ কথা স্পষ্ট করে বলা যায় যে, ২০১৬ বিশ্ববাসীর জন্য খুব একটা শুভ বা সুখকর ফল প্রদান নাও করতে পারে। প্রাচ্য ও প্রতিচ্যের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদী জঙ্গি তৎপরতা এবং রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। জল, স্থল ও অন্তরীক্ষে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ঝড়, জলোচ্ছাস, ভূমিকম্প, বন্যা, সুনামী প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ফলে বিভিন্ন দেশে জনজীবন বিপর্যন্ত হওয়ার আশঙ্কা আছে। মধ্য প্রাচ্যে যুদ্ধাবস্থা আরো ব্যাপকতা লাভ করতে পারে। আইএস আল-কায়েদা, তালেবান, মুসলিম ব্রাদারহুড, ইহুদি, খ্রিস্টান মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর সহিংস তৎপরতা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। ফলে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। অন্তরীক্ষে একাধিক বিমান দুর্ঘটনার ফলে প্রচুর সম্পদ ও প্রাণহানির আশঙ্কা করা যায়। আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয়তা হ্রাস পেতে পারে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের কোনো কোনো বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তা ছাড়া পরাশক্তিগুলোর পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে দ্বন্দ্ব-সংঘাতের জন্য বিশ্ব শান্তি হুমকির সম্মুখীন হতে পারে। বিশ্বের সর্বাধিক ক্ষমতা ধর ব্যক্তি ভ্লাদিমির পুতিন, বারাক ওবামা, জি জিন পিং, ডেভিড ক্যামেরুন প্রমুখের পারস্পরিক মতবিরোধের কারণেও বিশ্বের অনেক অঞ্চলে সংঘাত সহিংসতা সৃষ্টি হতে পারে। ইউরোপ, আমেরিকার প্রায় সর্বত্র শরণার্থী সমস্যা আরো প্রকট হয়ে উঠতে পারে।
নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য দেশের পূর্বাভাস দেওয়া হলো :
মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের ডেমোক্রেটরদের চাইতে রিপাবলিকানদের বিজয়ের সম্ভাবনা অধিক। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ও বিবিধ ধর্মীয় রাজনৈতিক জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতা বৃদ্ধি পেতে পারে। যার ফলে জান-মালের ব্যাপক ক্ষতির আশঙ্কা আছে। আমেরিকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ভেতর অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলেও অঞ্চল বিশেষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে।
চীন
সামগ্রিক অর্থনৈতিক অবস্থা চীনের আরো সুসংহত হবে বলে আশা করা যায়। খাদ্য ও শিল্পোৎপাদন বৃদ্ধি পাবে। দুই রাষ্ট্র প্রধানের মিলনের ভেতর দিয়ে দুই চীনের সম্পর্কের যে শুভ সূচনা হয়েছে এ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও চীন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। চীনের রাষ্ট্রীয় ক্ষমতায় এ বছর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন যোগ নেই।
জাপান
জাপানের শিল্পায়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে। রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে। ফলে অর্থনীতি আরো সুসংহত হবে। প্রতিবেশীসহ অন্যান্য পরাশক্তির সাথে জাপানের সুসম্পর্ক বিদ্যমান থাকবে। কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
মিয়ানমার
সম্প্রতি সমাপ্ত সাধারণ নির্বাচনে অংসান সূ চির দল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করার পর ও দীর্ঘকাল ক্ষমতার স্বাদ ভোগকারী সেনাবাহিনী এবং অন্যান্য সুবিধা ভোগীরা নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রাখবে বলে আশঙ্কা করা যায়। প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো যাবে বলে আশা করা যায়। মুসলিম জনগোষ্ঠী তথা রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর অবিচার-অত্যাচার খুব শিগগিরই বন্ধ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না। বাংলাদেশের সাথে বিদ্যমান সম্পর্ক আরো উন্নত হবে বলে আশা করা যায়।
ভারত
ভারতের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ভালো যাবে। তবে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট হওয়ার মতো অনেক ঘটনাই এ বছর ঘটার আশঙ্কা আছে। ক্ষমতাসীন বিজেপি জোটের অনেক শরিক দলের ভেতর সাম্প্রদায়িক হিংস্রতা প্রকটরূপে দেখা দিতে পারে। ফলে শুধু হিন্দু-মুসলমান দাঙ্গাই নয় অনেকক্ষেত্রে নিম্নবর্ণের হিন্দুরাও সহিংসতার শিকার হতে পারে। ফলে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জোট সরকারের জনপ্রিয়তা এ বছর হ্রাস পাওয়ার আশঙ্কা আছে। বহির্বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশংসিত হলেও নিজ দেশে সচেতন বুদ্ধিজীবী সমাজে তিনি নিন্দিত হবেন। ২০১৬ সালে অনুষ্ঠিত উপনির্বাচন এবং রাজ্য বিধান সভার কোনো নির্বাচন হলে তাতে বিজেপি জোটের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার আশঙ্কা আছে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও সরকারের উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা আছে। ভারতে এ বছর একাধিক বরেণ্য রাজনীতিবিদের জীবনাবসানের আশঙ্কা আছে।
সৌদি আরব
রাজতন্ত্র শাসিত দেশ সৌদি আরবের আর্থ সামাজিক পরিস্থিতি এ বছর খুব একটা ভালো নাও যেতে পারে। রাজ পরিবারে অন্তরবিরোধ এবং বিভিন্ন স্থানে সন্ত্রাসী ও সহিংস হামলায় সৌদি সরকার বিপন্ন ও বিব্রত বোধ করতে পারে। মুসলিম বিশ্বে সৌদি আরবের ইমেজ ক্ষুণ্ণ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আছে। সিরিয়া, মিসর, ইয়েমেন, ইরান প্রভৃতি মুসলিম দেশের সাথে সম্পর্ক ভালো না যাওয়ার আশঙ্কাই বেশি। রাজ পরিবারের সদস্যদের ভিতরকার অন্তরবিরোধ প্রকাশ্যরূপ পরিগ্রহ করতে পারে। ফলে বর্তমান সৌদি বাদশাহ ইমেজ সংকটে ভুগতে পারেন।
ফ্রান্স
ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাসোয়াঁ ওলাদেঁর জন্য ২০১৬ সাল খুব একটা শুভ নাও হতে পারে। সন্ত্রাসীদের সহিংস হামলা এ বছরও ঘটার আশঙ্কা আছে। সরকারের উচিত এ বছরের শুরু থেকেই এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। আন্তর্জাতিক রাজনীতিতে প্রেসিডেন্ট ওলাদেঁর ভূমিকা অনেকাংশে গুরুত্ব হারাতে পারে।
রাশিয়া
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক রাজনীতিতে এ বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবেন। রাশিয়ার আর্থ-সামাজিক পরিস্থিতি ভালো যাবে। অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও মোটামুটি স্থিতিশীল থাকবে। পূর্ব ইউরোপের দু-একটি দেশের সাথে রাশিয়ার এক ধরনের মনস্তাত্ত্বিক বিরোধ অব্যাহত থাকার আশঙ্কা আছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এ বছর রাশিয়া অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে। অভ্যন্তরীণ রাজনীতিতেও পুতিনের গুরুত্ব বৃদ্ধি পাবে। তবে কমিউনিস্টদের পুতিনবিরোধী তৎপরতা বৃদ্ধি পেতে পারে। রপ্তানি বাণিজ্য বৃদ্ধির ফলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে বলে আশা করা যায়। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী কোনো রুশ স্থাপনায় সন্ত্রাসী হামলা চালাতে পারে।