রাশিফল
মীনের সম্ভাবনা উজ্জ্বল, সাবধানে চলুন তুলা
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা ২ ও ৮। শুভ বার শনি ও সোম। শুভ রত্ন নীলা ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি সৃজনশীল, ভদ্র, অনুভূতিপ্রবণ ও বিনয়ী। আপনার কল্পনার সঙ্গে আছে ইনটুইশন। আপনি মেধাবী আর কর্তব্যপরায়ণ। সৌন্দর্য ও নোংরামি সহজেই আপনার ওপর ছাপ ফেলে। বাধা ও বিরোধিতা আপনাকে সহজেই সংকুচিত করতে পারে। যে কোনো অভদ্র বা দৃঢ় আচরণ আপনাকে সহজেই মনঃক্ষুণ্ণ করতে পারে। বাস্তব বিচার-বিশ্লেষণের চেয়ে ইনটুইশন আপনার বড় শক্তি। ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হলে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী আইসাক আসিমভ, ড. মিজানুর রহমান শেলী, কবি আহসান হাবিব, শওকত ওসমান, শাহনাজ রহমত উল্লাহ, আ স ম আবদুর রব, অমলেন্দু দে, মহিউদ্দিন শাকের প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
নিজের সীমাবদ্ধতা সম্পর্ক সতর্ক থাকার চেষ্টা করুন। শত্রুকে ছোট করে দেখবেন না। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ ভালো নাও থাকতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হবে। ধর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনার প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রতিবেশীর প্রতি দায়-দায়িত্ব পালন করতে পারবেন। ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি পাবে। ছোট ভাইবোনদের সমর্থন ও সহযোগিতা পাবেন। অতীতের কোনো সুখস্মৃতি মনকে আচ্ছন্ন করতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রতি রক্ষা করতে পারবেন। বেহাত হওয়া কোনো সম্পত্তির দখল পেতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্বকে কাজে লাগানোর চেষ্টা করুন। ভদ্র ও বিনয়ী আচরণ দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। কোনো পুরোনো ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। ঋণগ্রস্ত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। বন্ধুদের সগযোগিতা পাবেন। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক কর্মপরিবেশ ভালো থাকবে। সামাজিক মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি যোগ আছে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞান স্পৃহা বৃদ্ধি পেতে পারে। তীর্থযাত্রা শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সময় খুব একটা অনুকূলে থাকবে না। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। আপনার নামে কোনো বদনাম রটতে পারে। কোনো মৃত ব্যক্তির সম্পদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ব্যক্তিগত শত্রুতা বৃদ্ধি পাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। অবিবাহিতদের কারো কারো বিয়ের সম্ভাবনা আছে। কোনো ব্যবসায়িক চুক্তি সম্পাদন করতে পারেন।