রাশিফল
মকরের দিন শুভ, বুঝে চলুন মীন
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৮। শুভ বার শনি ও বৃহস্পতি। শুভ রত্ন নীলা ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি সিরিয়াস ও উচ্চাভিলাষী। নিজের ইচ্ছা ও পরিকল্পনা বাস্তবায়নে আপনি বলিষ্ঠ। নিজের পথ আপনি নিজেই করে নিতে চাইবেন। নিজের মতে অটল থাকার প্রবণতা আপনার আছে। চিন্তাভাবনা করার, পরিকল্পনা রচনা করার মেধা আছে আপনার। জনজীবনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত হতে আপনি ভালোবাসেন। দায়িত্ব গ্রহণে, নেতৃত্ব দানে ও কর্তৃত্ব করার ব্যাপারে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনার শত্রু থাকবে অনেক। বাধা ও ঈর্ষার সম্মুখীন হবেন যথেষ্ট। কিন্তু আপনার উদ্যম ও দৃঢ়তা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব রাজনীতিক ক্লিমেন্ট এটলি, নগোদিন দিয়েম, সাহিত্যিক সানাউল হক খান, চলচ্চিত্রকার বেবী ইসলাম, সাংবাদিক সৈয়দ শাহজাহান প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনের শুরুটা খুব একটা ভালো নাও যেতে পারে। সাময়িক কোনো ধরনের শারীরিক সমস্যায় ভুগতে পারেন। দুপুরের পর থেকে পরিস্থিতি অনুকূলে আসবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। অবিবাহিতদের কারো কারো বিয়ের সম্ভাবনা আছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। বিকেলের দিকে অসুস্থ বোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। সীমা লঙ্ঘন না করলেই ভালো করবেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে।
মিথুন (২১ মে-২০ জুন)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। মানসিক শান্তি বজায় থাকার সম্ভাবনা আছে। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়াতে পারেন। ধর্মীয় কাজকর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। কাউকে আজ কোনো প্রতিশ্রুতি না দিলেই ভালো করবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। দুপুরের পর মনোবল বৃদ্ধি পাবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা সফল হতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। দুপুরের পরে শরীর কিছুটা অসুস্থ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। সকালবেলায় খাওয়াদাওয়ার ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। অন্যথায় কোনো সমস্যার উদ্ভব হতে পারে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা সফল হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সময় খুব একটা অনুকূলে থাকবে না। শরীর অসুস্থ হতে পারে। পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। ব্যয়াধিক্য দেখা দেবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাগত কোনো চুক্তি সম্পাদনের ব্যাপারে সকালবেলাই শুভ সময়।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো শোক সংবাদ পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ধর্মীয় কাজকর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সকালবেলার সময় খুব একটা ভালো থাকবে না। শরীর অসুস্থ হতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। দুপুরের পর যৌথ ও অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দুপুরের আগে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।