রাশিফল
বিপদে বৃশ্চিক, সাবধান বৃষ!
আজ ২২ পৌষ ১৪২২ বঙ্গাব্দ এবং ২৪ রবিউল আউয়াল, ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি। আজ সূর্যোদয় ৬টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা ৫ ও ৮। শুভ বার শনি ও বুধ। শুভ রত্ন নীলা ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও উচ্চাভিলাষী, সহজে অন্যের সঙ্গে মিশতে পারেন। আপনার মন অনুসন্ধিৎসু, বিশ্লেষণী ক্ষমতা আছে আপনার। আপনি কূটকৌশলী। সহজে অন্যের রহস্য জেনে সুবিধার ব্যবহার করতে পারেন। সাহিত্য ও পড়াশোনায় আপনার আগ্রহ রয়েছে। আপনি সন্দেহপ্রবণ ও অস্থিরচিত্ত। কোনো কিছুতে দীর্ঘদিন লেগে থাকা আপনার জন্য কঠিন। অপ্রত্যাশিত সুযোগ ও বিপর্যয় দু-ই আপনার ওপর আসতে পারে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : জুলফিকার আলী ভুট্টো, স্পেনের রাজা হুয়ান কার্লোস, রাজনীতিবিদ মাহবুবুর রহমান, সম্রাট শাহজাহান, লায়লা আঞ্জুমান্দ বানু, সুকুমার বড়ুয়া, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। যৌথ ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি সামগ্রিকভাবে খুব একটা ভালো নাও যেতে পারে। শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘন করার চেষ্টা ঠিক হবে না। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ভাগ্যোন্নয়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সামাজিক কাজকর্মে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনাও রয়েছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। মনের গভীরে লুকায়িত কোনো আশা পূরণ হতে পারে। বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। গৃহে আত্মীয়সমাগম হতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। হতাশা কাটিয়ে উঠতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। বিনয়ী আচরণ দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। মনের গভীরে লালিত কোনো আশা পূরণ হতে পারে। কোনো ক্লাবে অথবা অন্য কোথাও আড্ডায় বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ ভালো থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। জ্ঞানার্জনের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। আপনার নামে বদনাম রটার আশঙ্কা আছে। আত্মকেন্দ্রীয় বিষয়াদির প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।