রাশিফল
লেখাপড়ায় মন বসবে সিংহের, ব্যয় বাড়বে মকরের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি। আপনার শুভসংখ্যা ৮। শুভবার শনিবার। শুভ রত্ন নীলা।
প্রকৃতিগতভাবে আপনি চিন্তাশীল ও সিরিয়াস। আপনার মধ্যে রয়েছে বিষণ্ণতার ছাপ, সেই সঙ্গে উচ্চাভিলাষী ও বিতর্কপ্রিয় হওয়ায় আপনার ব্যক্তিত্ব সহজেই দৃষ্টি আকর্ষণ করে। ধৈর্য, অধ্যবসায় ও দৃঢ়তা আপনার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। আপনার জীবনে বাধা আসবে অনেক, ভুল বোঝাবুঝি হবে প্রচুর। পরিস্থিতি ও পরিবেশের আনুকূল্য আপনি খুব কমই পাবেন। অনেক দায়িত্ব অর্পিত হতে পারে আপনার ওপর।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব অভিনেতা টেলি সামাদ, মার্কিন গায়ক এলভিস প্রেসলি, কথাশিল্পী ডেনিস হুইটলি, জ্যোতির্বিদ ফ্রাঙ্ক ওয়াটসন ডাইসন, শিল্পী দেবদাস চক্রবর্তী, জ্যোতির্বিদ স্টিফেন হকিং, রাজনীতিক নুরুল হুদা, আশাপূর্ণা দেবী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ভাগ্যোন্নয়নের চেষ্টা অব্যাহত রাখুন। কোনো না কোনোভাবে আপনার চেষ্টা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। তীর্থযাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। অসামাজিক কোনো কর্মের জন্য বদনামের সম্মুখীন হতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। ব্যবসায়িক লেনদেনে লোকসানের সম্মুখীন হতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনের শুরুটা খুব একটা ভালো যাবে না। কাজকর্মে মন বসানো কঠিন হতে পারে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে অগ্রগতি হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভালো যাবে না। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। খাওয়া-দাওয়ায় সতর্কতা অবলম্বন করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা আশা না করাই ভালো।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। লেখাপড়ায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সাফল্য পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। মন ভালো থাকবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আগ্রহ বোধ করবেন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় মন আচ্ছন্ন হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে নতুন করে যোগাযোগ হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। বিত্তশালী কোনো ব্যক্তির সান্নিধ্যে উপকৃত হতে পারেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। চোখ-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আজ কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ভদ্র আচরণ দিয়ে অন্যকে মুগ্ধ করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। শরীর ভালো যাবে না। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
রাজনীতিবিদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। পেশাগত ব্যাপারে কোনো চুক্তি হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় কোনো মামলা-মোকদ্দমায় জড়াতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।