রাশিফল
টাকা পেতে পারেন বৃশ্চিক, আশা পূরণ হবে মীনের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৮ ও ৯। শুভ বার শনি ও মঙ্গল। শুভ রত্ন নীলা ও রক্তপ্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি চিন্তাশীল ও সিরিয়াস। উদ্যোগ ও উদ্যম আছে। আপনার আছে সাহস, আত্মবিশ্বাস ও সাংগঠনিক ক্ষমতা। ভ্রমণ ও অ্যাডভেঞ্চারের প্রতিও থাকতে পারে আপনার ঝোঁক। আপনি পরিশ্রমী। সেই সঙ্গে সংগ্রহ ও সঞ্চয় উপযোগী ঝুঁকি নিতে ও বিতর্কে জড়িয়ে পড়তেও আপনি ভয় পান না। তবে সহজেই আপনি উত্তেজিত হয়ে পড়েন। একগুয়েমি দাপট থাকতে পারে আপনার জীবনে। আপনার ঘটনাবহুল ও শত্রুতাপূর্ণ জীবনে অনেক উত্থান-পতন আসতে পারে। নিয়ন্ত্রণের বাইরে এমন ঘটনা আপনার ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, লেখিকা সিমন দ্য বুভার, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, মোহাম্মদ নুরুল হুদা, মোশাররফ করিম, চলচ্চিত্রকার দারাশিকো, শিবলী সাদিক, প্রেসিডেন্ট আহমেদ সেকেতুরে, আবদুর হাই শিকদার, ড. এস এম সালাহউদ্দিন, শামীমা ইয়াসমিন দিবা প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা সফল হবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। জীবন ও জগৎ সম্পর্কে ভাবনায় অনুপ্রাণিত হতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের সম্মুখীন হতে পারেন। অতিন্দ্রীয় শাস্ত্রের প্রতি আগ্রহ-বৃদ্ধি পেতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। আজ আপনার নামে কোনো বদনাম রটতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝি কিছু থাকলে তার অবসান ঘটবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। আপন লোকেরা গোপনে শত্রুতা করতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভালো থাকবে না। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। তবে সাময়িক অসুখ-অশান্তিকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। গৃহে অতিথিসমাগম হতে পারে। পুরোনো আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য চাপ দিন। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। চোখ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজেকে প্রতিষ্ঠার চেষ্টায় সুফল পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকবে। বিনয়ী আচরণ দ্বারা অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। পারিবারিক সম্পর্ক ভালো যাবে। বিনোদন শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। পুরোনো কোনো ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য অনুশোচনা হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। মনের গভীরে লুকায়িত কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বয়োজ্যেষ্ঠদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন।