রাশিফল
সম্মান বাড়বে মেষের, মন ভালো থাকবে তুলার
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা ২ ও ৮। শুভবার শনি ও সোমবার। শুভ রত্ন নীলা ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি বিনয়ী হলেও সিরিয়াস। আপনি সৃজনশীল, কল্পনাপ্রবণ। পারিপার্শ্বিকতা আপনার মনের ওপর সহজেই ছাপ ফেলে। আপনার মন কোমল ও সংবেদনশীল হলেও আপনার মনের ওপর সহজেই ছাপ ফেলে। তবে আপনার বহিরাবরণ কঠিন। নিজের অনুভূতিকে তাই সহজেই চাপা দিতে পারেন। আপনি মেধাবী, সে সঙ্গে আপনার আছে ইনটুইশন। সহজেই সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। তবে আপনার আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে। ধৈর্যের সঙ্গে পরিকল্পনা অনুসারে অগ্রসর হলে আপনি অবশ্যই সফল হবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব উইলিয়াম জেমস, গায়িকা আঞ্জুমান আরা বেগম, লর্ড কার্জন, সাহিত্যিক অমীত সরকার, কামাল আরসালান প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। ভাগ্যোন্নয়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোনো সৎ মানুষের সান্নিধ্যে উপকৃত হতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।
মিথুন (২১ মে-২০ জুন)
সময় খুব একটা ভালো নাও যেতে পারে। দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। ওয়ারিশ সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। বিমাকর্মীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ব্যবসায়িক দিক ভালো যাবে। দাম্পত্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। কোনো ব্যাপারে সীমা লঙ্ঘন না করলেই ভালো করবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। নিজের অন্তর্নিহিত শক্তিকে বিকশিত হতে দিন। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। কোনো কারণে হঠৎ আবেগপ্রবণ হতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মন ভালো থাকবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। যে কথা রক্ষা করা যায় না, তেমন কোনো কথা কাউকে না দিলেই ভালো করবেন। বাড়িতে আত্মীয় সামগম হতে পারে। কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সহযোগিতা পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। মনোবল বৃদ্ধি পাবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা আছে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর মোটামুটি ভালো থাকবে। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টায় সুফল পেতে পারেন। মন ভালো থাকার সম্ভাবনা আছে। ভদ্র ও বিনয়ী আচরণ দ্বারা অন্যকে মুগ্ধ করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো যাবে। পুরোনো জটিল ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা নিতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।