রাশিফল
কাজকর্মে উৎসাহ পাবেন বৃশ্চিক, কুম্ভের ব্যয় বাড়তে পারে
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৮। শুভবার শনি ও বৃহস্পতিবার। শুভ রত্ন নীলা ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি প্রচণ্ড ইচ্ছাশক্তি ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। আপনি সিরিয়াস। বিশ্লেষণী ক্ষমতা দিয়ে যেকোনো জটিল বিষয় বুঝতে পারেন। আপনার জীবনে গতি আছে, উদ্দীপনা আছে, আছে নিজের মতে অটল থাকার প্রবণতা। নিজে চিন্তাভাবনা করে, পরিকল্পনা করে রচনা করে জীবনের পথে অগ্রসর হতে চান। আপনি কর্তৃত্বপরায়ণ ও পরিকল্পনা বাস্তবায়নে আপসহীন। সবকিছু নিজের মানদণ্ডে বিচার করতে চান। ডিপ্লোম্যাসির অভাবে আপনার জীবনে অনেক সংঘাত আসতে পারে। বাধার মুখে আপনাকে ধৈর্য ধরতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী জ্যাক লন্ডন ও রাজনীতিবিদ এডমন্ড বার্ক, দার্শনিক কার্ল ইউজিন ডুরিং, ধর্মবেত্তা স্বামী বিবেকানন্দ, আলফ্রেড রোজেনবার্গ, হেরম্যান গোয়েরিং, জো ফ্রেজিয়ার, রাজনীতিক মোহাম্মদ আশরাফ খান প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সামাজিক অবস্থান দৃঢ় হতে পারে। সামাজিক কাজকর্মে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ভাগ্যোন্নয়নের লক্ষ্যে যেকোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন। এ ধরনের উদ্যোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে আজ ভালো কিছু ঘটতে পারে। তীর্থযাত্রা শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো সামাজিক সংকটে পতিত হতে পারেন। রিপুকে সংযত করার চেষ্টা করুন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো মৃত ব্যক্তির সম্পদ পেতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সময় অনুকূলে থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা অতিক্রম করার চেষ্টা না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। শরীর ভালো যাবে না। ঠান্ডাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ধর্মকর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। নতুন বন্ধু লাভের যোগ আছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কোনো হারানো জিনিস ফিরে পেতে পারেন। অধীনদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। চোখ-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যকে মুগ্ধ করতে পারবেন। শরীর ভালো থাকবে। মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। কোনো ব্যর্থতার জন্য অনুতপ্ত হতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। শরীর ভালো যাবে না। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বন্ধুদের সহযোগিতা পাবেন। নতুন বন্ধু লাভের সম্ভাবনা আছে। নিজের আদর্শকে সমুন্নত রাখার চেষ্টা করুন। মনের গভীরে লালিত কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত কোনো চুক্তি হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।