রাশিফল
তুলা-বৃষের জমজমাট দিন!
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৮। শুভ বার শনি ও রবি। শুভ রত্ন নীলা ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি মৌলিক চিন্তা ও ধ্যান-ধারণার অধিকারী। উদ্ভাবনী ক্ষমতার পাশাপাশি আপনার রয়েছে নিজস্ব পথে চলার প্রবণতা। নতুনভাবে কিছু করার সহজাত স্পৃহা রয়েছে আপনার। সব কিছুকেই আপনি গুরুত্বের সঙ্গে নেন। আপনার ব্যক্তিত্ব সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করে। তাই বন্ধুর মতো আপনার শত্রুর সংখ্যাও হবে অনেক। অনেকে ভুল বুঝলেও সাফল্য লাভের জন্য আপনাকে নিজস্ব পথেরই অনুসরণ করতে হবে। দৃঢ়তা ও বলিষ্ঠতা আপনার আছে। কিন্তু জীবনপথে আপনাকে কৌশলী ও দূরদর্শী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব চিত্রশিল্পী পল গ্যাভারনি, চলচ্চিত্রকার শক্তি সামন্ত, গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যা, জীববিজ্ঞানী রম হ্যারিসন, চিকিৎসাবিদ অস্কার মিনকনস্কি প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বন্ধুদের সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা নিতে পারেন। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। পেশাগত ব্যাপারে কোনো চুক্তি হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজকর্মে সাফল্য পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। কর্মপরিবেশ ভালো থাকবে।
মিথুন (২১ মে-২০ জুন)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। দিনটি ইচ্ছা পূরণে সহায়ক হতে পারে। পেশাগত সাফল্যের সম্ভাবনা আছে। জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসায় লোকসানের সম্মুখীন হতে পারেন। কোনো ঝুঁকি নেবেন না। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আজ আপনার নামে কোনো বদনাম রটতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সামগ্রিকভাবে সময় অনুকূলে থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। আপনজনদের শত্রুতার মুখোমুখি হতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো যাবে না। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। কর্মপরিবেশ ভালো থাকবে না। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হবে। শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মন ভালো থাকবে। নতুন বন্ধুলাভের সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নতুন আত্মীয় লাভের যোগ আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি পাবে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। মনোবল বৃদ্ধি পাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পত্তির দখল পেতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। কাউকে আজ কোনো প্রতিশ্রুতি না দিলেই ভালো করবেন। মাথাব্যথা অথবা চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সময় মোটামুটি অনুকূলে থাকবে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। আপনার বিনয়ী আচরণে অন্যকে মুগ্ধ করা সহজ হবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো থাকবে না। পুরোনো কোনো জটিল রোগ আবার দেখা দিতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।