রাশিফল
সতর্ক থাকুন কন্যা, মকরের দিন শুভ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও বুধ। আপনার শুভসংখ্যা ৫ ও ৮। শুভ বার শনি ও বুধ। শুভ রত্ন নীলা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি বাস্তববাদী ও দূরদৃষ্টির অধিকারী। আপনার মন সংশয়ী। তবে আপনি মেধাবী। আর অতিরিক্ত মেধাই আপনার কাল হতে পারে। আপনার মনে হবে আপনি সবই পারেন। তাই কোনটা ছেড়ে কোনটা করবেন, সেই সিদ্ধান্তে পৌঁছাতে কষ্ট হবে। আপনি কৌশলী। অন্যের কাছ থেকে কথা আদায়ের হেকমত জানেন। আপনার দৃষ্টিভঙ্গি বহির্মুখী। তাই জীবন হবে ঘটনাবহুল। অপ্রত্যাশিত ও বিচিত্র সুযোগ আসবে আপনার জীবনে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : ড. এলবার্ট শোয়াইজার, কথাশিল্পী টমাস ট্রাইয়ন, আল্লামা আবুল ফজল, ড. সৈয়দ সাজ্জাদ হোসেন, আবদুল হালিম, ড. নীহার রঞ্জন রায় প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূলে থাকবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
কাজকর্মে নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। বয়োজ্যেষ্ঠদের সমর্থন ও সহযোগিতা পাবেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কর্মক্ষেত্রে কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। আধ্যাত্মিক কাজকর্মে মন বসাতে পারবেন। দূরের যাত্রা শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সময় খুব একটা অনুকূলে থাকবে না। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। আপনার নামে কোনো বদনাম রটতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। কারো সঙ্গে কোনো চুক্তি সম্পাদিত হতে পারে। ব্যক্তিগত শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো ব্যাপারে সীমা অতিক্রম করার চেষ্টা না করলেই ভালো করবেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। ব্যক্তিগত দায়িত্বের কথা সব সময় মনে রাখার চেষ্টা করুন। শরীর ভালো যাবে না। সাময়িক অসুস্থ হতে পারেন। ঠান্ডা ও ধুলাবালি থেকে সতর্ক থাকুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সাফল্য পেতে পারেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। অন্যথায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নতুন আত্মীয় লাভের যোগ আছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আচ্ছে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বাড়িতে অতিথিসমাগম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। ব্যবসায়িক বিনিয়োগে সুফল পেতে পারেন। তবে শেয়ার ব্যবসায় বিনিয়োগ সতর্কতার সঙ্গে করুন। মাথাব্যথায় ভুগতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর মোটামুটি ভালো থাকবে। মনের শান্তি বজায় থাকবে। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
চোখ-কান খোলা রেখে চলুন। গোপন শত্রুরা কোনো ষড়যন্ত্র করতে পারে। কোনো ব্যর্থতার দায়ভার আপনার ওপর চাপানোর চেষ্টা করবে। শরীর খুব একটা ভালো যাবে না। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে।