রাশিফল
মিথুনের কর্তৃত্ব বজায় থাকবে, সম্পদপ্রাপ্তির সম্ভাবনা সিংহের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৭ ও ৮। শুভবার শনি ও সোম। শুভ রত্ন নীলা ও এমিথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি আদর্শবাদী, কল্পনাপ্রবণ, রোমান্টিক ও কর্মতৎপর। নিজস্ব মানসিকজগতে বিচরণ করতে ভালোবাসেন। পরিবর্তন ও বৈচিত্র্য চান। ধরা-বাঁধা জীবন আপনার পছন্দ নয়। ভ্রমণ আপনি ভালোবাসেন। ভ্রমণ করতে না পারলে বইয়ের রাজ্যে বিচরণ করতে চান। পরিস্থিতির প্রভাবে কর্তৃত্ব ও দায়িত্বপূর্ণ কাজে নিয়োজিত হতে পারেন। জীবনে বাধা আসবে প্রচুর। তবে অধ্যবসায় আপনাকে সাফল্য ও প্রতিষ্ঠার পথে নিয়ে যাবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব আবিষ্কারক আর্থার ফ্লেমিং, এস্ট্রলজার ফজলুর রহমান, ড. এম এ রশীদ, গোবিন্দ চন্দ্র দাস, চলচিত্রকার মমতাজ আলী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর অসুস্থ হতে পারে। পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরমর্শ নিন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
রাজনীতিবিদদের জন্য সময় অনুকূলে থাকবে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে কোনো চুক্তি হতে পারে। শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের জন্যও দিনটি শুভ। বন্ধুদের সহযোগিতা পাবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
সময় মোটামুটি ভালো থাকবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সামাজিক উন্নয়ন অব্যাহত থাকবে। ভাগ্যোন্নয়নের লক্ষ্যে নতুন কিছু শুরু করুন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। সৎ গুরুর সান্নিধ্যে উপকৃত হতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের সম্মুখীন হতে পারেন। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। উত্তরাধিকার সূত্রে সম্পদ পেতে পারেন। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ভুল বোঝাবুঝি কিছু থাকলে তার অবসান হতে পারে। ঘনিষ্ঠ লোকজন শত্রুতা করতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থতার জন্য খুব একটা উদ্বেগের প্রয়োজন নেই। আহারে-বিহারে। সতর্ক থাকুন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মক্ষেত্রে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। শিল্প-সংস্কৃতির কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। মন ভালো থাকবে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মন ভালো থাকবে। কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। নতুন বন্ধুলাভের যোগ আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
গলায় ঠান্ডা লাগাবেন না। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সহযোগিতা পাবেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
গৃহে আত্মীয়সমাগম হতে পারে। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। চোখ-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। বিনয়ী আচরণ দ্বারা কাজ আদায় করা সহজ হবে। যাত্রা ও যোগাযোগ শুভ।