রাশিফল
সাবধানে থাকুন কন্যা, তুলার দিন শুভ
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি। আপনার শুভসংখ্যা ৮। শুভ বার শনি। শুভ রত্ন নীলা। প্রকৃতিগতভাবে আপনি উচ্চাভিলাষী, ধৈর্যশীল ও অধ্যবসায়ী। আপনার ইচ্ছাশক্তি অদম্য। চিন্তার গভীরতার পাশাপাশি আপনার আছে চমৎকার যুক্তি দেওয়ার ক্ষমতা, তর্ক ও যুক্তিতে আপনার বাধা আসবে অনেক। কোনো কিছুই সহজ হতে চাইবে না। অন্যের সাহায্য কম পাবেন। নিজের শক্তির ওপর নির্ভর করতে হবে। আর আপনার দৃঢ়তার সামনে কোনো বাধাই টিকতে পারবে না। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, চিত্রপরিচালক কামাল আমরোহী, বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাংকলিন, ঔপন্যাসিক চার্লস ব্রাউন্ড, গায়িকা ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। শরীর মোটামুটি ভালো থাকবে। মনের শান্তি অক্ষুণ্ণ থাকবে। নিজের অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর খুব একটা ভালো যাবে না। মাথাব্যথা অথবা চোখ-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। আত্মীয়স্বজনের সান্নিধ্যে আনন্দে সময় অতিবাহিত হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। কোনো আশা পূরণ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় অধিকতর মনোযোগ দিন। শিল্প-সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। নিজেকে যথাযথ প্রকাশ করার চেষ্টা করুন। বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। ঠান্ডা থেকে সতর্ক থাকুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি শুভ সম্ভাবনাময়। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। যৌথ ও অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। আপনার নামে বদনাম রটার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। কর্মসংস্থানের জন্য বিদেশযাত্রার চেষ্টা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। পেশাগত দিক ভালো যাবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। জানার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টা করুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূর্ণ হতে পারে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। মনের গভীরে লুকায়িত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আয়-উপার্জন বৃদ্ধি পাবে। পেশাগত ব্যাপারে কোনো চুক্তি হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য অনুশোচনা হতে পারে। হাতের কাজ শেষ করতে পারবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।