ফটোশুটে যুক্তরাষ্ট্র মাতালেন প্রীত রেজা
ওয়েডিং ফটোজার্নালিস্ট এবং ওয়েডিং ডায়েরি-এর কর্ণধার প্রীত রেজা যুক্তরাষ্ট্রে ওয়েডিং অ্যান্ড প্রোর্ট্রেট ফটোগ্রাফার্স ইন্টারন্যাশনাল এক্সপো (WPPI) ২০১৫-তে যোগ দিয়েছেন। এখানে তিনি ১৫০টি দেশের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আমেরিকার লাস ভেগাসে এই এক্সপোতে অংশগ্রহণ করা ছাড়াও প্রীত রেজা ২২ মার্চ পর্যন্ত আমেরিকার বিভিন্ন স্টেটে ব্রাইডাল, প্রি এবং পোস্ট ওয়েডিং ফটোসেশন করেছেন।
প্রীত রেজা বলেন, ‘কনফারেন্সে যোগ দেওয়ার সময় আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করেছি। কারণ আন্তর্জাতিক পর্যায়ে পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমি একাই প্রতিনিধিত্ব করেছি। এটি আমার জন্য অনেক গর্বের।’
প্রীত আরো বলেন, ‘কনফারেন্স শেষে আমি জানিয়েছিলাম যে ফটোশুটের জন্য কিছুদিন যুক্তরাষ্ট্রে থাকব। তখন এত মানুষের সাড়া পাব ভাবতেই পারিনি। আর শুটের সময় অন্যরকম ভালোবাসা পেয়েছি তাদের কাছ থেকে, যা কখনো ভোলার মতো নয়।’
কনফারেন্স শেষে লস অ্যাঞ্জেলেসে ২০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রীত রেজা শ্যুট করেছেন যুগলদের ছবি। এরপর লাস ভেগাসে ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত পোর্ট্রেট। আটলান্টা ও নিউইয়র্কেও তিনি যুগলদের ছবি শুট করেছেন। আটলান্টায় শুট করেছেন ৭ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত এবং নিউইয়র্কে ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত। এর মাঝে ভার্জিনিয়াতে প্রীত রেজা ১৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ছিলেন। এই পাঁচ দিন তিনি বিভিন্ন শুট করেছেন এবং একটি ওয়েডিং ফটোশুটেও অংশ নিয়েছিলেন।