ঈদে পারিবারিক বন্ধন মজবুত করার পাঁচ উপায়
আসন্ন ঈদকে সামনে রেখে অনেকেই নিজ নিজ বাড়ি যাচ্ছেন। প্রতিটি মানুষই চায় এই বিশেষ দিনটি পরিবারের সাথে উদযাপন করতে। এ দিনে বাড়ির সবাই উৎসবে মেতে ওঠে। তাই চেষ্টা করুন কিছু পারিবারিক ক্রিয়াকলাপে যুক্ত হওয়ার। এতে বন্ধন আরও মজবুত হবে। স্মরণীয় হয়ে থাকবে কিছু স্মৃতি ।
একসাথে রান্না করুন
ঈদুল আজহা উপলক্ষে সবাই মজাদার খাবার রান্না করে থাকেন। এই দিনের আয়োজন থাকে বিশাল। পরিবারের সাথে সময় কাটানোর একটি মজার উপায় হল রান্নাঘরে যোগ দেওয়া। একসাথে সবাই মিলে রান্না করুন। এটি একটি আনন্দঘন মূহুর্ত এনে দেবে।
দরিদ্রদের দান করুন
ঈদের দিনে বেশি করে দান করুন। পরিবারের সবাই মিলে দরিদ্রের সাহায্যে এগিয়ে আসুন। এতে করে ছোটরা আপনার থেকে একটি ভাল শিক্ষা পাবে। তারা উদার এবং দয়ালু হতে পারবে।
ঘর সাজানো
উৎসবের জন্য ঘর পরিষ্কার এবং সজ্জিত করা হয়। ঘর সাজানোর সময় সবাইকে সাহায্য করুন। সবাই মিলে করলে খুব জলদি কাজটি শেষ হয়ে যাবে। এমনকি পরিবারের শিশুদেরও এই কাজে যুক্ত করুন।
আত্মীয়দের সাথে দেখা করুন
ঈদ প্রিয়জনের সাথে সংযোগ স্থাপনের সময়। এই বিশেষ দিনে, পরিবারের সাথে আপনার অন্যান্য আত্মীয়দের বাড়িতে যান। তাদের সাথে সংযোগ স্থাপন করুন।
বেকিং
ঈদের দিন মানেই নানা রকম মিষ্টির আয়োজন। আজকাল অনেকেই আবার বেকিং করে থাকেন। বেকিং-এ পরিবারকে সাহায্য করুন। কেক বা কুকিজ আইটেম বানাতে প্রিয়জনকে সহযোগিতা করে সংযোগ স্থাপন করুন।
সূত্র- হিন্দুস্তান টাইমস