দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্রসহ নিহত ৪
দিনাজপুরে সড়কে প্রাণ গেছে নবম ও অষ্টম শ্রেণির তিন ছাত্রসহ চারজনের। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় এ চারজন নিহত হয়।
চারজনের মধ্যে তিনজনই বীরগঞ্জ উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। নতুন ক্লাসে ভর্তি হওয়ার পর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ট্রাকচাপায় নিহত হয় তিন স্কুলছাত্র এবং বিরামপুরে পিকআপের চাপায় নিহত হয়েছেন রাজিব উদ্দীন (৬৩) নামে এক সবজি বিক্রেতা।
নিহত শিক্ষার্থীরা হচ্ছে বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামের আফসার আলীর ছেলে মো. শাহাদত হোসেন (১৪), একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাহরিয়ার শুভ (১৪) এবং তাদের প্রতিবেশী শুকুর আলীর ছেলে মো. মুজাহিদ (১৩)। এদের মধ্যে শাহাদত ও শাহরিয়ার শুভ নবম শ্রেণির ছাত্র এবং মুজাহিদ অষ্টম শ্রেণির ছাত্র।
নিহত তিনজনের বন্ধু জিহাদ ইসলাম জানায়, আজ দুপুরে শাহাদত হোসেন, শাহরিয়ার শুভ ও মুজাহিদ কাজী নজরুল উচ্চ বিদ্যালয়ে নতুন ক্লাসে ভর্তি হওয়ার পর শাহরিয়ার শুভর বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দুপুর দেড়টায় তারা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার চাকাই নামক স্থানে একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় ঠাকুরগাঁওগামী একটি ট্রাক তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে শাহাদত ও শাহরিয়ার শুভ ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত হয় অপর ছাত্র মো. মুজাহিদ। স্থানীয়রা আহত মুজাহিদকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিম তামান্না ঈশিতা তাকেও মৃত ঘোষণা করেন।
তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মেরাজ আলী।
এদিকে আজ সকালে বিরামপুরে পিকআপচাপায় রাজিব উদ্দিন (৬৩) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিরামপুর উপজেলার কাটলা বাজারের সবজি ব্যবসায়ী রাজিব উদ্দিন আজ সকালে বিরামপুর থেকে সবজি কিনে রিকশাভ্যানযোগে ফিরছিলেন। ফেরার পথে বিরামপুর পৌর এলাকার দোয়েল মোড়ে একটি পিকআপ ওই রিকমাভ্যানটিকে ধাক্কা দিলে সবজি বিক্রেতা ভ্যান থেকে পিকআপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে বিরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির ইবনে মঞ্জুর মৃত ঘোষণা করেন। নিহত রাজিব কাটলা ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত ছইমদ্দিনের ছেলে।
ওসি সুমন কুমার মহন্ত বলেন, নিহত রাজিবের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।