বিরলে ট্রাকচাপায় গ্রাম্য চিকিৎসক নিহত
দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকচাপায় আবুল কালাম আজাদ (৫০) নামের এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। উপজেলার ধামইড় ইউনিয়নের শিমুলতোলা আদিবাসীপাড়া সংলগ্ন স্থানে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কে গতকাল সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আবুল কালাম আজাদ বিরলের ফরাক্কাবাদ ইউনিয়নের দেওয়ানজী দিঘী গ্রামের বাসিন্দা।
মঙ্গলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকারিয়া মন্ডল এসব তথ্য নিশ্চিত করে জানান, সোমবার বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বোচাগঞ্জ থেকে আসা ধানবোঝাই ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ নিহত হন। তিনি পেশায় একজন গ্রাম্য চিকিৎসক ছিলেন।