শীতার্তদের বাড়ি বাড়ি কম্বল নিয়ে গেলেন জেলা প্রশাসক
গত কয়েকদিন ধরে দেশের অন্যান্য অঞ্চলের মতো সুনামগঞ্জেও শীত জেঁকে বসেছে। আর এতে বেশি দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র মানুষ। তাই রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. জাহাঙ্গীর হোসেন।
গতকাল সোমবার রাত ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের নয় নম্বর ওয়ার্ডের ইকবালনগর গ্রামে ২৫০টি বাড়ি হেঁটে হেঁটে শীতার্ত মানুষদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
রাতের আঁধারে শীতবস্ত্র পেয়ে খুশিতে আত্মহারা ইকবাল নগরের ২৫০টি অসহায় হতদরিদ্র পরিবার। এ সময় এলাকাবাসী জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
ইকবাল নগর গ্রামের আলেয়া বেগম বলেন, ‘ঠান্ডা পরার পর থেকেই অনেক মানুষের কাছে গেছি। কিন্তু কেউ আমাকে একটা কম্বল দেয়নি। কিন্তু রাতের আঁধারে ডিসি স্যার আমার বাসায় ডুকে শীতের কম্বল দিয়েছেন। খুব ভালো লাগছে।’
বৃদ্ধা মরিয়ম বেগম বলেন, ‘শীতে অনেক কষ্ট করছি। অনেক সময় শীতের কারণে ঘুম ভেঙে যেত। কিন্তু আজকে স্যার আমাকে একটা শীতবস্ত্র দিয়েছেন। আজকে আমি শান্তিতে ঘুমাতে পারব। ডিসি স্যারের আল্লায় ভালো করুক।’
এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গত কয়েকদিন ধরে খুব শীত পড়েছে। এতে দরিদ্র মানুষ বেশি বিপাকে পড়েছেন। বছরের প্রথম থেকেই আমরা কম্বল বিতরণ সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছি। গত কয়েকদিনে শীতে মানুষ বেশি কষ্ট পেয়েছে। তাই গতকাল রাতে পৌর শহরের ইকবালনগর গ্রামে ২৫০টি শীতবস্ত্র নিজে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছি। এ কার্যক্রম চলমান থাকবে। হাতের কাজ শেষ করে আজকেও রাতে বের হব।’