রাবি শিক্ষকের ফেসবুক স্টোরিতে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের ব্যক্তিগত ফেসবুক আইডির স্টোরিতে দেওয়া হয়েছে ‘প্রশ্নপত্র’। তাতে রয়েছে লাল কালিতে দুজনের স্বাক্ষর। প্রশ্নপত্রটি চলমান মাস্টার্স-২০২০ পরীক্ষার। এতে স্থগিত করা হয়েছে পরীক্ষা।
ফিশারিজ বিভাগের ওই অধ্যাপক ইসতিয়াক হোসাইন প্রশ্নপত্র ফাঁসকে অনিচ্ছাকৃত বলে দাবি করেছেন। এ ঘটনায় ‘পরীক্ষা কমিটির চেয়ারম্যান বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন’ বলে জানিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক মনজুরুল আলম।
জানা যায়, ফিশারিজ বিভাগের একটি কোর্সের (এফএমএমসি-৬৪১) পরীক্ষা আগামী ২৭ তারিখ হওয়ার কথা ছিল। সেই পরীক্ষার প্রশ্নপত্র অধ্যাপক ইসতিয়াকের ফেসবুক স্টোরিতে দেখা যায়।
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মনজুরুল আলম বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আমরা পরীক্ষাটি স্থগিত করেছি। এ ঘটনায় পরীক্ষা কমিটির চেয়ারম্যান বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।’
জানতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান মণ্ডল এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি ঘটনায় জড়িত শিক্ষকের সঙ্গে কথা বলেছি। বিষয়টি ওই অধ্যাপকের ফোন থেকে অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে তিনি দাবি করেছেন। এ ঘটনায় আমরা পরীক্ষা কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে সেই পরীক্ষা স্থগিত করেছি।’
মুস্তাফিজুর রহমান আরও বলেন, ‘নতুন করে প্রশ্নপত্র তৈরি করে বিধি অনুসারে পুনরায় তারিখ দিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।’
প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন বলেন, ‘এমন কোনো ঘটনার বিষয় বিভাগ থেকে অফিসিয়ালি জানানো হয়নি। এ বিষয়ে বিভাগ থেকে জানানো হলে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’
এ ঘটনায় ফেসবুকে প্রশ্নপত্রের স্টোরিতে দেওয়া অধ্যাপক ইসতিয়াক হোসেনকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।