দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে জাবিতে, পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ বহাল থাকছে। সেই সঙ্গে এবারের ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে জাবি শিক্ষক সমিতির সম্পাদক ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন বলেন, সভার অধিকাংশের মতামতের ভিত্তিতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ বহাল থাকছে।
মোতাহার হোসেন আরও বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা এইচএসসিতে যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছেন, সভায় সেই সিলেবাস যথাসম্ভব অনুসরণ করে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।