দিনাজপুরে ১০ টাকার চাল বিক্রি শুরু
বাংলাদেশ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চলতি বছরে দিনাজপুরে প্রথম প্রান্তিকে চাল বিক্রি শুরু হয়েছে। এক লাখ ৩৮ হাজার ১৭৮ জন ভোক্তার মাঝে এই চাল বিতরণ করা হবে।
আজ সোমবার সকালে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্তজা আল মুঈদ প্রমুখ।
উদ্বোধন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘দেশের জন্য দেশের মানুষের জন্য সরকার কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে এই খাদ্যবান্ধব কর্মসূচি। আজ দেশের সরকার আছে বলেই দেশের জনগণ নিজের বাড়িতে বাস করতে পারছে। দেশের সরকার ভূমিহীন, গৃহহীন মানুষদের জন্য বাসস্থানের ব্যবস্থা করছে। নিম্ন আয়ের মানুষের জন্য এই চালের ব্যবস্থা করেছেন। কিন্তু, বিরোধী দলের সরকার দেশের জনগণের জন্য কখনই ভাবেনি। আপনারা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন সর্বদাই আপনাদের সেবা, তথা দেশের সেবা করে যেতে পারেন।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম বলেন, ‘কঠোর মনিটর ব্যবস্থায় ইউনিয়ন পর্যায়ে প্রকৃত ভোক্তা নিরূপণ করে এই চাল বিতরণ করা হয়ে থাকে। আমরা লক্ষ্য রাখছি, যাতে প্রকৃত ভোক্তা এই সেবা পেয়ে থাকে। এর মধ্যে যদি কেউ মারা যায় তবে ইউনিয়ন কমিটি আমাদের অবগত করেন আমরা সেই বিষয়টি লক্ষ্য রাখি।’
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়সূত্রে জানা যায়, বছরে দুই প্রান্তিকে নিম্ন আয়ে অবস্থানকারী জনগণের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়ে থাকে। জেলায় এই কর্মসূচিতে এবারে মোট এক লাখ ৩৮ হাজার ১৭৮টি ভোক্তার মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। প্রত্যেক ভোক্তা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। আগামী মাস থেকে এই চালের পাশাপাশি দরিদ্রসীমার নিচে বা দরিদ্র এসব পরিবারকে পুষ্টিসমৃদ্ধ চালও দেওয়া হবে।’