গণটিকা কেন্দ্রের দোতলা থেকে পড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু
গণটিকা নেওয়ার এক ঘণ্টা পর মায়ের হাত থেকে ফসকে স্কুলের দোতলা থেকে পড়ে গিয়ে প্রাণ হারালেন প্রতিবন্ধী নারী আঞ্জুয়ারা বেগম (৩৫)। আজ মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর এলাকার বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ে।
নিহত আঞ্জুয়ারা হরিনগর গ্রামের আবুজার মোড়ল ও চায়না বেগমের মেয়ে। তিনি ছিলেন প্রতিবন্ধী ও মৃগী রোগগ্রস্ত।
বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম জানান, তার বিদ্যালয়ের নির্মাণাধীন ৫তলা ভবনের দোতলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গণটিকা দানের ব্যবস্থা করা হয়। এই টিকা নিতে বিপুল নারী-পুরুষ সেখানে হাজির হন। বেলা সোয়া ১১টার দিকে হঠাৎ জানতে পারি আঞ্জুয়ারা বেগম নামের প্রতিবন্ধী মেয়েটি তার মা চায়না বেগমের হাত থেকে ফসকে নিচে পড়ে গেছেন। এর এক ঘণ্টা আগে মা ও মেয়ে টিকা নিয়ে ভবনের দোতলায় একটি বেঞ্চের ওপর বসে ছিলেন। তাদের পাড়ার লোকজনের সঙ্গে বাড়ি ফেরার লক্ষ্যে সেখানে অপেক্ষা করছিলেন।
প্রধান শিক্ষক জানান, হাত থেকে ফসকে পড়ে যাওয়ার পর পরই আমিসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা সেখানে ছুটে যাই। রক্তাক্ত অবস্থায় দেখে তাকে দ্রুত গাড়িতে করে শ্যামনগর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম কুমার মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারটি খুবই গরিব। প্রতিবন্ধী নারীর দাফনকাজে আমরা সহায়তা করব।
হরিনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারকনাথ বিশ্বাস বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।