দিনাজপুরে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক রিমান্ডে
দিনাজপুরে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা রাহমাতুর রাফসান অর্ণব (২৪) নামের এক যুবকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত চিফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ কে এম মইনউদ্দীন সিদ্দিকী রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা আল হেলাল মামলার বিবাদী অর্ণবকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এরপর বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার রাতে বিক্ষুদ্ধ জনতার তোপের মুখে পড়েন অর্ণব। পরে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার ভাড়া বাড়ি থেকে তাঁকে এক তরুণীসহ আটক করে পুলিশ।
অর্ণবের বাড়ি সিরাজগঞ্জ জেলার কর্ণমতি কামারখন্দ এলাকায়। তাঁর বাবা একজন পুলিশ কর্মকর্তা। তিনি ঢাকায় পরিদর্শক হিসেবে সিআইডি’তে কর্মরত।
আটকের সময় সঙ্গে থাকা তরুণী পরে অর্ণবের বিরুদ্ধে মামলা করেন। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও ধর্ষণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ওই তরুণীর বাড়ি দিনাজপুর শহরের নতুন ঘাসিপাড়া এলাকায়।