মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় ঢাকাগামী ভিলেজ লাইন পরিবহণের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আজ বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) ও তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। এই দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহণের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মা-ছেলেসহ আরেক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও ১৫ জন।