ইউক্রেনে ৮০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র
ইউক্রেনে আরও ৮০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এ ঘোষণা দিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাবে, এর মধ্যে ভারী অস্ত্রও থাকবে। পূর্ব ইউক্রেনে সম্ভাব্য বড় ধরনের রুশ হামলার আগে এ ঘোষণা এলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর বাইডেন এক বিবৃতিতে বলেন, ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট ২৫০ কোটি ডলারের সামরিক সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কামান ব্যবস্থা, গোলাবারুদ, সাঁজোয়া যান ও প্রতিরক্ষা নৌযানও রয়েছে।
ইউক্রেনে আরও হেলিকপ্টার পাঠানোর অনুমোদন দিয়েছেন জানিয়ে বাইডেন বলেন, রাশিয়ার আগ্রাসনের মুখে লড়াইরত ইউক্রেনের জন্য এসব অস্ত্র গুরুত্বপূর্ণ।
ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা নিয়ে দেওয়া লিখিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমরা (ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে) বিরতি দিতে পারি না। আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছি, স্বাধীনতার জন্য লড়াইরত ইউক্রেনের সাহসী মানুষের পাশে আছে আমেরিকার জনগণ।’
রয়টার্স জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে নতুন করে যে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে, এর আওতায় ইউক্রেনে ১১টি এমআই-১৭ হেলিকপ্টার রয়েছে। এ ছাড়া আছে ১৫৫এমএম হোইৎজার ১৮টি, কামানের গোলাবারুদ ও কামান বিধ্বংসী রাডার ৪০ হাজার, সাঁজোয়া যান ২০০টি এবং আরও ৩০০টি সামরিক ড্রোন।