অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড
নিরাপত্তা ইস্যুতে সিরিজ শুরুর আগ মুহূর্তে পাকিস্তান থেকে ফিরে আসে নিউজিল্যান্ড। এর কিছুদিন না যেতে ইংল্যান্ডও নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর বাতিল করে দেয়। বড় দুই দলের এভাবে সিরিজ বাতিল করায় ফের শঙ্কায় পড়ে গিয়েছিল পাকিস্তানের হোম ভেন্যু।
অবশেষে এক বছর না যেতেই শঙ্কার মেঘ কেটে গেল। এই বছরই পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। চলতি বছরের শেষের দিকে পাকিস্তানে যাবে এই দুদল।
এক বিবৃতিতে খবরটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিবৃতিতে ২০২২-২৩ মৌসুমের ঘরোয়া সূচি ঘোষণা করেছে পিসিবি।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। সফরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা। এরপর আগামী নভেম্বরে আবার দেশটিতে যাবে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হবে।
ইংল্যান্ডের সফর শেষেই নিউজিল্যান্ড যাবে পাকিস্তানে। কিউইরা পাকিস্তান সফরে দুটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর ২০২৩ সালের এপ্রিলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আবার পাকিস্তানে যাবে কিউইরা। সেই সঙ্গে খেলবে টি-টোয়েন্টি সিরিজেও।