খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. রকিবুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলতলার কপালিয়া ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত রকিবুল ফুলতলা উপজেলা এম এম কলেজপাড়ার বাসিন্দা মাহবুবের ছেলে। তিনি ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক ছিলেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলয়াস তালুকদার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মো. রকিবুল ইসলাম সন্ধ্যায় মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রিজের ওপর পৌঁছালে দুজন যুবক তাঁদের উদ্দেশ্য করে ডাকতে থাকেন। ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই তাঁকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা রকিবুলকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।