ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় নিহত মা
দিনাজপুরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন মা। আজ বুধবার বেলা তিনটায় শহরের বালুবাড়ি খোকন মৌলভির মোড়ে হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়ের ছেলে দুলহাজ জানান, তিনি তাঁর মা জাহেদা বেগমসহ (৪০) বীরগঞ্জ ঘোড়াবান্দার কাজিপাড়া থেকে মোটরসাইকেলযোগে অসুস্থ খালাকে দেখতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে যাচ্ছিলেন।
দুলহাজ বলেন, ‘হাসপাতাল যাওয়ার পথে দিনাজপুর শহরের বালুবাড়ি খোকন মৌলভির মোড়ে স্পিড ব্রেকারে হঠাৎ ব্রেক করলে আমার মা মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কারও প্রতি কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদেরকে হস্তান্তর করা হয়।’
এসআই বলেন, ‘দুঃখের বিষয় হলো, যে বোনকে দেখতে ওই নারী মেডিকেলে যাচ্ছিলেন, তিনি গত দুদিন আগেই রিলিজ নিয়ে সেতাবগঞ্জে চলে গেছেন বলে জানা গেছে।’