কিশোরগঞ্জে নৌকাডুবিতে কলেজছাত্রী নিহত
কিশোরগঞ্জে নৌকাডুবিতে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের রৌহা বিলে এ ঘটনা ঘটে। নিহতের নাম উম্মে হামিমা জুঁই (১৭)। তিনি হয়বতনগরের হোসেন মিয়ার মেয়ে।
চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী এনটিভি অনলাইনকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুঁইয়ের চাচাত ভাই পারভেজ রানা জানান, উম্মে হামিমা জুঁই তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে আজ চৌদ্দশত ইউনিয়নের আমতলা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে গিয়ে উম্মে হামিমা জুঁইসহ সাতজন পাশের রৌহা বিলে নৌকায় করে বেড়াচ্ছিল। বিলের মাঝামাঝি পৌঁছালে নৌকাটি উল্টে যায়। এতে অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও জুঁই তলিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় জুঁইকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।