নাঈম শেখকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। আজ রোববার ডানহাতি এই ওপেনারকে নিয়েই একাদশ সাজিয়েছে সাকিব আল হাসানের দল।
সবশেষ চলতি বছর মার্চে বাংলাদেশের জার্সিতে খেলেছেন নাঈম। সেটাও ছিল এই আফগানদের বিপক্ষেই। এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে তাঁর ওপরই ভরসা রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট।
নাঈম ছাড়াও একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের কারণে এতদিন একাদশের বাইরে ছিলেন তিনি।
এ ছাড়াও বোলিং বিভাগে পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। স্পিনে সাকিব আল হাসানের সঙ্গে আছেন শেখ মেহেদী, আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ।
অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্তান। তিন স্পিনারের সঙ্গে তাদের একাদশে বিশেষজ্ঞ পেসার আছেন দুই জন।
মরুর বুকে আজ মঙ্গলবার এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ একাদশ: এনামুল হক, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।