১১ জন পেলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
ঘোষণা করা হয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৫। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য ১০টি ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন মোট ১১ জন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক শামসুজ্জামান খান।
পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় আলতাফ হোসেন, কথাসাহিত্যে শাহীন আখতার, প্রবন্ধে যৌথভাবে আবুল মোমেন ও ড. আতিউর রহমান, গবেষণায় মনিরুজ্জামান, অনুবাদে আবদুস সেলিম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহম্মদ, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী ক্যাটাগরিতে ফারুক চৌধুরী, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশে শরীফ খান ও শিশুসাহিত্যে সুজন বড়ুয়া।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ, আবদুল হাই, শাহিদা খাতুন, ড. মুজাহিদুল ইসলাম, মোবারক হোসেন, নুরুন্নাহার খানম মুক্তাসহ আরো অনেকে।
প্রাথমিক যাচাই-বাছাই শেষে পাঁচজন বিচারকের একটি কমিটি পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে। হায়াৎ মামুদের সভাপতিত্বে এ কমিটির বাকি চার বিচারক হলেন—সৈয়দ আবুল মকসুদ, রামেন্দু মজুমদার, করুণাময়ী গোস্বামী ও ফখরুল আলম।
প্রতিটি বিভাগে পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা। অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কারের টাকা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন।