২০১৯ সালের একদিন আগেও নির্বাচন নয়
২০১৯ সালের একদিন আগেও নির্বাচন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল স্থানীয় সময় রোববার সন্ধ্যায় মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান নাসিম।
এ সময় খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া, আপনি ২০১৪ ও ২০১৫ সালে মানুষ পুড়িয়েছেন। দেশের জনগণ আপনাকে চায় না। দেশে নির্বাচন হয়েছে বলে মার্শাল ল আসেনি।’ তিনি বলেন, “আওয়ামী লীগ জনগণের দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আসুন, সবাই মিলে সুষ্ঠু নির্বাচন করি।’ কিন্তু বেগম জিয়া আসেননি। বেগম জিয়া আপনি অনেক আন্দোলন করেছেন; কিন্তু সফল হননি। দেশে নির্বাচন হবে, তবে ২০১৯ সালের আগে নয়।”
এ সময় মালয়েশিয়ায় কর্মরত সাড়ে তিন লাখ বাংলাদেশি শ্রমিককে বৈধতা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সাড়ে তিন লাখ বাংলাদেশিকে বৈধতা দেওয়ার পর সম্প্রতি দেশটির আইনসভায় চূড়ান্ত ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এটিকে শেখ হাসিনার সরকারের বড় কূটনৈতিক সাফল্য বলে উল্লেখ করে নাসিম।
মালয়েশিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে নাসিম বলেন, ‘প্রবাসীদের কল্যাণে কাজ করুন। আপনাদের কমিটি দেওয়া হবে একটি শর্তে, তা হলো সবাইকে একসঙ্গে থাকতে হবে।’
বর্তমান সরকারের প্রশংসা করে নাসিম বলেন, ‘কোনো ধরনের সহিংসতা ছাড়াই আমরা সমুদ্র জয় করেছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়ার সরকার অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের নতুন করে ওয়ার্ক পারমিট দেওয়ার মাধ্যমে এই বৈধকরণ প্রক্রিয়া শুরু করবে বলে জানতে পেরেছি। আর এ বিষয়ে ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজেই।’
২০১৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়া সফরকালে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন। সে সময় বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়ে বাংলাদেশ দূতাবাস দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। আর এই শুরু হতে যাওয়া প্রক্রিয়াকে বাংলাদেশের জন্য কূটনৈতিক সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি।
স্থাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘এবার বৈধকরণ হবে অনলাইনে। এবার আর প্রতারিত হওয়ার সুযোগ নাই। এই আমরা চেষ্টা করব, একটা বাংলাদেশি যেন অবৈধ না থাকে। বাংলাদেশের দূতাবাসের কাজ হলো আপনাদের সম্মান বৃদ্ধি করা। এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।’
প্রবাসীদের উদ্দেশে নাসিম বলেন, ‘আপনাদের যেকোনো সমস্যা নিরসনে দূতাবাসে চলে আসবেন, আমরা আপনাদের সমস্যা নিরসনে কাজ করে যাব।’
এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইয়ে দাতু সারি ডা. এস সুব্রামানিয়ামের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম, রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য লজিস্টিক সাপোর্ট দেওয়ার বিষয়ে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন।
কুয়ালালামপুরের জালান ইপু মতিয়ারা কমপ্লেক্সের বলরুমে মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক শাহীন সরদার এবং সদস্য মনিরুজ্জামান মনির যৌথভাবে এ অনুষ্ঠান পরিচালনা করেন।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক জামিল হোসেন নাসির, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান কামাল, কুয়ালালামপুর ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের প্রফেসর মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা ডা. এমদাদুল হক প্রমুখ বক্তব্য দেন।