বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে যুক্তরাজ্যে সেমিনার
ব্রিটেনে বসবাসরত নতুন প্রজন্মের বাঙালির কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার আহ্বান জানিয়ে দেশটির নর্থওয়েলস বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেমিনার হয়েছে।
গত শনিবার ৩০ জানুয়ারি ব্রিটেনের রিল শহরের স্থানীয় একটি ইসলামিক কালচারাল সেন্টারে ওই সেমিনারের আয়োজন করা হয়।
নর্থ ওয়েলস বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক আজাদ উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ম্যানচেস্টারে বাংলাদেশের সহকারী হাইকমিশনার ফেরদৌসি শাহারিয়া।
প্রবাসে বাংলা ভাষা চর্চার ওপর গুরুত্ব আরোপ করে সেমিনারে বক্তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। এতে প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্ম বাংলা চর্চার মাধ্যমে মাতৃভাষার প্রতি মমত্ববোধ নিয়ে বেড়ে উঠবে।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের চেস্টার অ্যান্ড নর্থ ওয়েলস রিজনের চেয়ারপারসন আবদুল মালিখ, ভাঙ্গর শহরের কাউন্সিলর মোহাম্মদ সুলতান, কাউন্সিলর আব্দুল মুকিত খাঁন, জিএসসি চেস্টার অ্যান্ড নর্থ ওয়েলস রিজনের সহসাধারণ সম্পাদক এ টি এম লোকমান, কবি নুরুজামান চৌধুরী, ইসলামিক কালচারাল সেন্টারের প্রধান শিক্ষক হালিমা আহম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী, কমিউনিটি ব্যক্তিত্ব শারজান আলী প্রমুখ।
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ম্যানচেস্টারে বাংলাদেশের সহকারী হাইকমিশনের কর্মকর্তা জিল্লুর রহমান, ইসলামিক কালচারাল সেন্টারের শিক্ষক আফসানা ছালাম, নাবিলা খাঁন প্রমুখ।
সেমিনার শেষে প্রধান অতিথি সহকারী হাইকমিশনার ফেরদৌসি শাহারিয়ার হাতে নর্থ ওয়েলস বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতারা।
সভায় ওয়েলসের বিভিন্ন শহরের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিসহ স্থানীয় শিশু-কিশোররা উপস্থিত ছিল।