মাদারীপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
মাদারীপুরের শিবচরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুর ইসলাম হাওলাদার (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৩ মার্চ) বিকেলে শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের ক্রোকচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ি থেকে একা স্কুলে যাচ্ছিল ওই শিশু। পথিমধ্যে তাকে ডাক দেন দূর সম্পর্কের দাদা নুর ইসলাম হাওলাদার। পরে তাকে একটি গোডাউনে নিয়ে ধর্ষণ করে নূর ইসলাম।
ভুক্তভোগী মেয়েটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়। এরপর এ ঘটনায় শিবচর থানায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে গতকাল সোমবার বিকেলে নুর ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে আসামি নুর ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী মেয়েটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।’