ইফতারে পিংক লেমনেড
পিংক লেমনেড সাধারনত ক্র্যানবেরি জুস, স্ট্রবেরি, বিটের রস অথবা তরমুজ দিয়ে বানানো হয়। এটি ইফতারের জন্য স্বাস্থ্যকর পানীয়। এটি আপনাকে সতেজ রাখবে। তরমুজ দিয়ে পিংক লেমনেড বানালে হালকা গোলাভী আভা আসবে। আপনি চাইলে অন্য উপাদানগুলো দিয়েও বানাতে পারেন এই পিংক লেমনেড।
উপাদান
· কুচি করা তরমুজ আধা কাপ
· চিনি আধা কাপ
· লেবুর রস আধা কাপ
· পানি ৪ কাপ
প্রস্তুত প্রণালী
· একটি ব্লেন্ডারে তরমুজ, চিনি, লেবুর রস এবং ১ কাপ পানি নিন।
· উপাদানগুলো একসাথে ব্লেন্ড করুন।
· মিশ্রণটি ছেঁকে নিন। এবার এটি কিছুক্ষণ ফ্রিজে রাখুন। এরপর পরিবেশন করুন পিংক লেমনেড।