এখন আর সেই দশা নেই : এরশাদ
পৌর নির্বাচনের সময় জাতীয় পার্টি দিশেহারা ছিল মন্তব্য করে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এখন আর সেই দশা নেই। দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরের কাছে ধীরে ধীরে সব দায়িত্ব ছেড়ে দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
আজ বুধবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি এ কথা বলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবগুলোতে প্রার্থী দিতে পারবেন বলে তিনি আশা করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সত্যি কথা বলতে কী, আমাদের দল তো দিশেহারা ছিল। দলে কোনো প্রাণচাঞ্চল্য ছিল না। মানুষের মনে প্রশ্ন ছিল... ভবিষ্যতে আমার স্থলে কে আসবে। জি এম কাদেরকে দায়িত্ব দেওয়ার পর মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। এখন যে সমস্যা রয়েছে, সেগুলো দূর হয়ে যাবে এবং পার্টি আবার এগিয়ে চলবে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ইউপি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে এখনই কোনো আশঙ্কা বা প্রত্যাশা জাতীয় পার্টি করছে না।
মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন ২০৫টি ইউপির জন্য মনোনয়ন ফরম বিতরণের ব্যবস্থা রাখা হয়। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ ফরম বিতরণ চলবে।