জামালপুরে ট্রাক-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেতমারী এলাকায় আজ রোববার (৯ এপ্রিল) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- জামালপুর সদর উপজেলার বেয়ারা শাহবাজপুরের আব্দুল করিমের ছেলে শাহ আলম (৩৫), কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার সন্যাসীতলা নারকেলবাড়ি গ্রামের নারায়ণচন্দ্র বর্মণের ছেলে চঞ্চল চন্দ্র বর্মণ (২৭) ও কাজল নামে পিকআপ ভ্যানের চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার বেতমারী এলাকায় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে যায়। নিহতদের সকলেই গ্রামীণফোন কোম্পানিতে জামালপুরে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপভ্যানটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।