ঈদ রেসিপি
আফগান পোলাও
ঈদে আমরা পোলাও রান্না করি। আর আফগান পোলাও রেসিপি খুবই মজাদার। চলুন আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে তৈরি করবেন আফগান পোলাও।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান রমজানে সেরা রাঁধুনীদের আপ্যায়ন ২০২৩-এর ২২ নম্বর পর্বে আফগান পোলাও রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী সাদিয়া কামাল উর্মি। অনুষ্ঠানে অতিথি ছিলেন ফুড ব্লগার ইফতেখার রাফসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নীল হুরের জাহান। আসুন জেনে নিই- ঈদে বাসায় সহজে আফগান পোলাও রান্নার পদ্ধতি। চলুন দেখে নেওয়া যাক যেসব উপকরণ লাগবে।
উপকরণ
খাসির মাংস ৫০০ গ্রাম
ঘি পরিমাণ মতো
পেঁয়াজ কুচি ১/২ কাপ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
লবণ স্বাদ মতো
মিশ্রিত কালো এলাচ,সবুজ এলাচ, জিরার গুঁড়া ১ চা চামচ
তেল পরিমাণ মতো
গাজর ১/২ কাপ
কিসমিস ২ টেবিল চামচ
বাসমতি চাল ৩ কাপ
পানি ১/২ লিটার
চিনি সামান্য পরিমাণ
প্রস্তুত প্রণালি
প্রথমে সসপ্যানে ঘি দিতে হবে। এরপর পেঁয়াজ কুচি, খাসির মাংস, আদা বাটা, রসুন বাটা, লবণ ও মিশ্রিত কালো এলাচ, সবুজ এলাচ ও জিরার গুঁড়া দিয়ে রান্না করতে হবে।
একটি ফ্রাইপ্যানে তেল দিতে হবে। এরপর গাজর ও কিসমিস দিয়ে হালকা ভেজে সসপ্যানে ঢেলে দিতে হবে।
এরপর বাসমতি চাল ও পানি দিয়ে রান্না করতে হবে। সবশেষে মিশ্রিত কালো এলাচ সবুজ এলাচ জিরার গুঁড়া ও চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে পরিবেশন করুন দারুন স্বাদের আফগান পোলাও।
এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপরের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সেই সঙ্গে দেখে নিন মাটন বারাহ কাবাব রেসিপি।