নারায়ণগঞ্জে বাসচাপায় শিশু নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় হিমাচল নামে যাত্রীবাহী একটি বাসচাপায় অজ্ঞাতনামা এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস শিশুটি রাস্তা পারাপার হওয়ার সময় চাপা দেয়। পরে আশপাশের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তিনশ খানপুর হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল হক বলেন, ‘নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। চাপা দেওয়া গাড়িটি পালিয়ে গেছে। সেটিকে জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।’