সাতকানিয়ায় শিশুসহ দুজন গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মদিনানগরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে শিশুসহ দুজন গুলিবিদ্ধের ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়ার উত্তর-পশ্চিম গাটিয়াডাঙ্গা এলাকার আরিফুল ইসলাম মানিক (৩৫), আব্দুর রহিম প্রকাশ ডালিম (৩৫) ও মো. মিজান (৩০)। মঙ্গলবার (২৫ এপ্রিল) দিনগত রাতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদের নেতৃত্বে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আরিফুল ইসলাম মানিকের বিরুদ্ধে ৮টি, আব্দুল রহিমের বিরুদ্ধে ১০টি, মো. মিজানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দাঙ্গা-হাঙ্গামাসহ ৭টি মামলা রয়েছে।
এর আগে রোববার (২৪ এপ্রিল) দুপুরে সাতকানিয়ার পূর্ব শত্রুতার জেরে দিন-দুপুরে গুলিবর্ষণের ঘটনায় মো. কামরুল ইসলাম (৪৫) ও শিশু রাইয়ান রাফি (৫) গুলিবিদ্ধ হয়। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত কামরুল ইসলাম বাদী হয়ে ৯ জনকে এজাহারনামীয় ও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-তারিখ ২৪/০৪/২০২৩।