রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত রিকশাচালকের মৃত্যু
রাজধানীর ধানমন্ডিতে মোটরসাইকেলের ধাক্কায় আহত মো. মানিক (৩০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে মারা যান তিনি।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মানিক হাজারীবাগ গজ মহল এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি মো. শাহিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে মানিক ছিল বড়। তার চার বছর ও পাঁচ মাস বয়সী দুই ছেলে রয়েছে।
স্বজনরা জানান, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে ধানমন্ডি ১৫ নম্বরের কে বি স্কয়ার মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন মানিক। ওই সময় নিজের ব্যাটারিচালিত রিকশাটিকে রাস্তার পাশে রেখে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন মানিক। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতাল, পরে সেখান থেকে বিএনকে হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আবারও ঢামেক হাসপাতালে নেওয়া হয় তাকে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’