ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিম বেপারীকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-২। গতকাল সোমবার (১ মে) ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফজলুল হক আজ মঙ্গলবার (২ মে) দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
ফজলুল হক বলেন, ২০২১ সালের ২৪ ডিসেম্বর নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে শাহবাগ থানায় মো. আজিম বেপারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। আদালত বিচারিক কার্যক্রম শেষে আজিম বেপারীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮, ঢাকা তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ফজলুল হক আরও বলেন, আজিম বেপারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, স্ত্রীর অগোচরে বড় মেয়েকে ধর্ষণ করেন। সেই অভিযোগে স্ত্রী বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। আজিম বেপারী ওই মামলায় ১৩ মাস জেল খাটার পর জামিনে বের হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।