নরসিংদীতে প্রথমবারের মতো ১৫ দিনব্যাপী একুশে বইমেলা
নরসিংদী সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে প্রথমবারের মতো ১৫ দিনব্যাপী একুশে বইমেলা।
মেলার আয়োজন করেছে নরসিংদী জেলা প্রশাসন। গত শনিবার বিকেলে ১৫ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।
মেলাকে ঘিরে ছাত্রছাত্রীসহ নরসিংদীবাসীর পদচারণায় মুখরিত কলেজ ক্যাম্পাস। প্রতিদিন বিকেল গড়াতেই মেলা প্রাঙ্গণে ভিড় করছে নারী-পুরুষ, শিশুসহ হাজারো মানুষ। বেচাকেনায় ব্যস্ত সময় পার করছে মেলার বুক স্টলগুলো। তবে বই বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। শুধু মুনাফা অজর্নই লক্ষ নয় বইপ্রেমীদের মধ্যে সাড়া জাগানোই তাঁদের মূল উদ্দেশ্য।
মেলায় বই, হস্ত ও কুটির শিল্প, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ঢাকা থেকে আসা বিভিন্ন প্রকাশনীর ৬২টি স্টল রয়েছে।
প্রতিদিন বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর সেমিনার ও সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
এ ছাড়া লেখক ও বইপ্রেমীরাও বইমেলায় এসে আনন্দিত ও উচ্ছ্বসিত। বই বিক্রেতারা বলছেন, এবারের বইমেলায় গতানুগতিক বইয়ের বাইরে নতুন বই আসছে। এ ছাড়া বইমেলার মাধ্যমে পাঠকদের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ বাড়ছে।
বর্তমান প্রজন্মকে বই পড়ার প্রতি আরো উৎসাহিত করতে ঢাকার পাশাপাশি প্রতিবছরই বড় পরিসরে এই বইমেলা আয়োজন করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন বইপ্রেমীরা।